#অ্যান্টিগা: ওয়েস্ট ইন্ডিজে আপাতত দুটি প্রস্তুতি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর ৷ দু’টি ম্যাচেই রানের মধ্যে ছিলেন ৷ প্রথম ম্যাচে ৫১ এবং দ্বিতীয় ম্যাচে ৬৪ রান করেছেন ৷ তাই ২১ তারিখ থেকে শুরু হতে চলা টেস্টে প্রথম দলে সুযোগ পাওয়া নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছেন না তরুণ ভারতীয় ওপেনার লোকেশ রাহুল ৷
দু’দুটো প্রস্তুতি ম্যাচে রান পাওয়ার পর প্রথম একাদশে সুযোগ পাওয়াটা বিশেষ কঠিন নয় ৷ কিন্তু যেটা নিজের হাতে নেই, তা নিয়ে ভাবতে রাজী নন রাহুল ৷ তিনি বলেন, ‘‘দল বাছাই আমার নিয়ন্ত্রণে নেই। প্লেয়ার হিসেবে আমাদের কাজ হল নিজেদের তৈরি রাখা আর সুযোগ পেলে পারফর্ম করা।’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘টেস্ট শুরুর এক সপ্তাহ বাকি আছে। দু’এক দিনের মধ্যে বুঝে যাব কারা সুযোগ পাচ্ছে। এটা নিয়ে অবশ্য আমি একেবারেই চিন্তিত নই। যা হওয়ার, তাই হবে।’’
ওয়েস্ট ইন্ডিজ সফরে অনেকটা আগেই এসে পড়েছে ভারতীয় দল ৷ উদ্দেশ্য, পরিবেশের সঙ্গে নিজেদের দ্রুত মানিয়ে নেওয়া ৷ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রান পাওয়াটা সহজ কাজ নয় ৷ ভারতীয় দলে অনেক ক্রিকেটারই এবার এমন রয়েছেন, যাঁদের এটাই প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফর ৷ তাই টেস্ট শুরুর আগে প্রস্তুতি এখন চলছে জোরকদমে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI, India Tour Of Westindies, INDVsWI, Lokesh Rahul, Test Series, Westindies Cricket