Sachin Tendulkar: ম্যাচের মাঝেই ভিডিও বার্তা! সকলকে ভোটদানে উৎসাহিত করলেন সচিন তেন্ডুলকর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sachin Tendulkar: গত বছরই কিংবদন্তী সচিন তেন্ডুলকরকে ভারতের নির্বাচন কমিশনের প্রচার মুখ করা হয়েছিল। সেই লক্ষ্যে এবার আইপিএল ম্যাচ চলা কালীন মাঠে উপস্থিত দর্শকদের ভোটদানে উৎসাহিত করলেন মাস্টার ব্লাস্টার।
মুম্বই: গত বছরই কিংবদন্তী সচিন তেন্ডুলকরকে ভারতের নির্বাচন কমিশনের প্রচার মুখ করা হয়েছিল। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে ‘ন্যাশানল আইকন’ হিসেবে ঘোষণা করেছিল ইসিআই। সচিনকে সামনে রেখেই প্রচার করার লক্ষ্য ছিল ভারতের নির্বাচন কমিশনের। সেই লক্ষ্যে এবার আইপিএল ম্যাচ চলা কালীন মাঠে উপস্থিত দর্শকদের ভোটদানে উৎসাহিত করলেন মাস্টার ব্লাস্টার।
রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলছিল। মাঝে বিরতির সময় ভিডিও বার্তার মাধ্যমে স্টেডিয়ামে উপস্থিত সকলকে ও গোটা দেশবাসীকে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটদান করার জন্য উৎসাহ দেন সচিন তেন্ডুলকর। সকলকে নির্ভয়ে, উৎসবে মেজাজে ভোটদানে অংশ নেওয়া জন্য আহ্বান জানান কিংবদন্তী ক্রিকেটার।
সচিন তেন্ডুলকরের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভিডিও বার্তা ভারতের জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। নির্বাচন কমিশনের তরফে সচিন তেন্ডুলকরকে ধন্যবাদও জানানো হয় এই মহৎ কাজে অংশ হওয়ার জন্য।
advertisement
advertisement
Thank you @sachin_rt , ECI National Icon for inspiring voters by administering voter’s pledge amidst electrifying CSK vs MI @IPL match at #Wankhede, emphasizing significance of every vote in #LokSabhaElections2024#ChunavKaParv #DeshKaGarv #YouAreTheOne pic.twitter.com/z988ql9jtO
— Election Commission of India (@ECISVEEP) April 14, 2024
advertisement
প্রসঙ্গত, ভোটারদের আগ্রহ বৃদ্ধি করার জন্যই জনপ্রিয় মুখদের প্রচারের জন্য ব্যবহার করে জাতীয় নির্বাচন কমিশন। ৩ বছরের জন্য নির্বাচন কমিশনেপ ন্যাশানাল আইকন হিসেবে চুক্তি করেছেন সচিন তেন্ডুলকর। লোকসভা ভোটের আগে এমন কর্মকাণ্ডে আরও দেখা যাবে মাস্টার ব্লাস্টারকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2024 12:29 AM IST