Local Sports: দেউলা স্টেশনে গলায় মালা পরে হাঁটছে কারা! দেখতে ভিড় স্থানীয়দের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
নেপালে আয়োজিত হওয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ছাত্র ও শিক্ষক একসঙ্গে জয়ী হয়ে বাড়িতে ফিরেছেন। এরপরই তাদের সংবর্ধনা জানান সবাই
দক্ষিণ ২৪ পরগনা: চারিদিকে চলছে ভোটপ্রচার। নেতারা গলায় মালা পড়ে বের হয়ে পড়ছেন প্রচারে। ঠিক এমন সময় দেউলা স্টেশনে গলায় মালা পড়ে হাঁটছে দুই যুবক। তা দেখে উৎসাহী জনগন ভিড় জমিয়েছিলেন সেখানে।
এরপর জানা যায় আসল ঘটনাটি। নেপালে আয়োজিত হওয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ছাত্র ও শিক্ষক একসঙ্গে জয়ী হয়ে বাড়িতে ফিরেছেন। জাতীয় স্তরে ভাল ফলাফলের জন্য অনেক আশা নিয়ে অসাধ্য সাধন করে জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, অবশেষে বিদেশে পাড়ি দিয়েছিল তাঁরা। গৌতম বুদ্ধ আন্তর্জাতিক ওপেন ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিতে এস.এম ওয়াসিম ইকবাল ও তাঁর ছাত্র তৌফিক ইসলাম সিপাই নেপালে গিয়েছিল। সেখানে আফগানিস্তানকে হারান তাঁরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ঘোলা নোয়াপাড়ার বাসিন্দা এস.এম ওয়াসিম ইকবাল ও কারবালার বাসিন্দা তৌফিক ইসলাম সিপাই দুজনেই ক্যারাটে নিয়ে সর্বদা চর্চা করেন।
এদিকে নেপাল থেকে ফেরার পর লোকাল ট্রেনে দেউলা স্টেশনে নামতেই তাঁদের পুষ্পস্তবক ও মালা দিয়ে বরণ করে স্থানীয়রা। এই জয়ের পর আগামীদিনে অলিম্পিক সহ একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কঠোর অনুশীলন করতে চান বিজয়ীরা। এখন দেখার ভবিষ্যতে কী হয়।
advertisement
নবাব মল্লিক
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 18, 2024 8:28 PM IST