বাংলাদেশ এবার বাঘ, ব্রিটিশ সিংহকে হোয়াইট ওয়াশের লজ্জা উপহার টাইগারদের
- Published by:Rohan roychowdhury
Last Updated:
ঢাকা: এর আগে অস্ট্রেলিয়া এবং ভারতের মতো দলকে নিজেদের দেশে হারিয়েছে বাংলাদেশ। তাই ইংল্যান্ডকে তারা হারানোর ক্ষমতা রাখে অন্তত নিজেদের মাটিতে, এটা ভাবা অস্বাভাবিক ছিল না। যে দলের সাথে আগে জয়ই ছিল না, সেই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয় ছিল অনেক বড় সাফল্য। হোয়াইটওয়াশ তো প্রত্যাশাকেও ছাপিয়ে যাওয়া।
অতিবড় বাংলাদেশ সমর্থকও হয়তো ভাবেননি, ইংল্যান্ডের মতো দলকে হোয়াইটওয়াশ করা সম্ভব। ১৫৯ তাড়া করতে নেমে ১ উইকেটেই ১০০ রান তুলে ফেলেছিল ইংলিশরা। সেখান থেকে আর ৪২ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। তার চেয়েও বড় কথা, টাইগারদের অসাধারণ বোলিংয়ে ৯ উইকেট হাতে রেখেও শেষ ৪৮ বলে মাত্র ৪৭ রান নিতে পারে ইংলিশরা। ৬ উইকেটে থামে ১৪২ রানে।
advertisement
Celebration after the Series Win | 3rd T20i#BCB | #Cricket | #BANvENG pic.twitter.com/GXiJlVa3Bc
— Bangladesh Cricket (@BCBtigers) March 14, 2023
advertisement
তাসকিন আহমেদ ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২টি উইকেট। মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ১ উইকেট নিতে খরচ করেন মাত্র ১৪। হাসান মাহমুদ ৪ ওভারে দেন ২৯। মিরপুর শেরে বাংলায় রুদ্ধশ্বাস এক লড়াইয়ে শেষ ওভারে ১৬ রানে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে বাংলাওয়াশ করেই ছাড়ল সাকিব বাহিনী।
advertisement
অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল বাংলাদেশ! যে ম্যাচটি হেসেখেলেই বের করে নিয়ে আসছিলেন ডেভিড মালান আর জস বাটলার। সেই ম্যাচে পাশার দান একেবারে উল্টে দিল সাকিব আল হাসানের দল। সাকিবের ধারণা, বিপিএলের পারফরম্যান্সটা অনেক কাজে দিয়েছে। টানা খেলার ভেতরে থাকাটাও ভাল করতে সহায়ক ভূমিকা রেখেছে, বিশ্বাস টি-টোয়েন্টি অধিনায়কের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 8:45 PM IST