কলঙ্কমুক্ত হতে এবার সু্প্রিম কোর্টে যাচ্ছেন মেসি
Last Updated:
স্পেনের নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে আবেদন করবেন মেসি ও তাঁর পরিবার ৷
#মাদ্রিদ: আদালতের রায়ে তাঁর জেল হলেও আপাতত হাজতবাস করতে হচ্ছে না ৷ কিন্তু যে কলঙ্কটা তাঁর উপর পড়েছে , তা মুছতে এখন বদ্ধপরিকর লিওনেল মেসি ৷ স্পেনের নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে আবেদন করবেন মেসি ও তাঁর পরিবার ৷ আইনজীবীদের আশা, সুপ্রিম কোর্টে তাঁরা এটা হয়তো প্রমাণ করায় সফল হবেন যে, মেসি আর তাঁর বাবা জর্জের আচরণে কোনও গোলমাল ছিল না। মেসির এক আইনজীবী সে রকমই দাবি করেন। বলেন, ‘‘এই বিষয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক আইন দেখার পর এটাই মনে হচ্ছে যে, ডিফেন্সের যুক্তি হয়তো শেষপর্যন্ত মেনে নিতে পারে আদালত।’’ এতে শাস্তির হাত থেকেও বাঁচতে পারেন মেসিরা।
তবে গোটা প্রক্রিয়াটা এখন আর অতটা সহজ নেই ৷ কারণ ক’দিন আগে মেসির বাবা এবং চেলসির মালিক রোমান আব্রামোভিচের গোপন বৈঠক ফাঁস হয়ে যাওয়ার পর তোলপাড় পড়ে গিয়েছে মিডিয়ায় ৷ জল্পনা চলছে আব্রামোভিচ কি তাহলে চেলসিতে মেসিকে আনার ব্যাপারে আগ্রহী ? এব্যাপারে মেসির বাবার সঙ্গে তাঁর কী কথা হয়েছে, তা অবশ্য এখনও স্পষ্ট নয় ৷ চুক্তি অনুযায়ী বার্সেলোনা ছাড়তে হলে যে ক্লাবে মেসি যাবেন, তাদের বার্সেলোনাকে ২৫০ মিলিয়ন ইউরো দিতে হবে ৷ এটাই শর্ত ৷ তাহলে কি স্পেনে থাকতে এখন বিরক্ত হয়ে পড়েছেন মেসি ও তাঁর পরিবার ? প্রশ্ন এখন অনেকই উঠছে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2016 3:40 PM IST