Lionel Messi: মেসির গোলে লিগ জয় পিএসজির, ফ্রান্স ছাড়ার আগে রাঙিয়ে দিয়ে গেলেন লিও

Last Updated:
মেসির শেষ ম্যাচে চ্যাম্পিয়ন পিএসজি
মেসির শেষ ম্যাচে চ্যাম্পিয়ন পিএসজি
পিএসজি – ১
স্ট্র্যাসবুর্গ – ১
প্যারিস: বার্সেলোনা থেকে বিদায় নিয়েও ট্রফি আর রেকর্ড থেমে নেই মেসির জীবনে। পিএসজির হয়ে দ্বিতীয় মরশুমে দ্বিতীয়বার লিগ ওয়ান জিতলেন তিনি। তার সঙ্গে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলসংখ্যার রেকর্ড এবং বিশ্বের সর্বাধিক ট্রফির রেকর্ডও গড়ে নিলেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী।
advertisement
গত বছর ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ জেতার পরেও থেমে নেই লিওনেল মেসি।
advertisement
সোমবার তার দ্বিতীয় লিগ ওয়ানের খেতাব বাগিয়ে নিলেন মেসি। লিগ ওয়ানের ৩৭ তম ম্যাচ শুরু করার আগে টেবিলের শীর্ষে থাকা পিএসজি দ্বিতীয় স্থানে থাকা লেন্সের থেকে ছয় পয়েন্টে এগিয়ে ছিল। রবিবার স্ট্র্যাসবুর্গের বিরুদ্ধে একটি ড্র বা জয় পাকা করে দিত তাদের লিগের ট্রফি। ঠিক তাই হল, যদিও ড্র করতে গিয়ে নাকানিচুবানি খেয়েছিল মেসি এমব্যপেরা।
advertisement
৫৯ মিনিটে মেসির বা পায়ের শটে ডেডলক ভাঙ্গে প্যারিস। যদিও ১০ মিনিটের মধ্যে সমতা ফিরিয়ে এনেছিল কেভিন গ্যমেইরো। ড্র দিয়ে শেষ করলেও ১ ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের থেকে ৪ পয়েন্টে এগিয়ে যায় পিএসজি, এবং তুলে নিল তাদের একাদশ তম লিগ ওয়ান ট্রফি।
advertisement
ট্রফি জিতে এবং গোল করে একসাথে জোড়া বিশ্ব রেকর্ড করে ফেললেন মেসি। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে টপকে মেসি এখন ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের সর্বোচ্চ গোলদাতা। রোনাল্ডোর ৬২৬ ম্যাচে ৪৯৫ গোলের রেকর্ড টপকে ৪৯৬ নম্বর গোলটি করলেন মেসি মাত্র ৫৭৭ ম্যাচে। শুধু গোলের রেকর্ড নয় ট্রফির রেকর্ডও ভাঙলেন লিওনেল মেসি।
৪৩ টি ট্রফি নিয়ে ফুটবল ইতিহাসের সবথেকে অলঙ্কৃত ফুটবলার হলেন তিনি। তার আগে ছিলেন ব্রাজিলের দানি আলভেস। মেসির ৪৩টি ট্রফির মধ্যে রয়েছে ১টি বিশ্বকাপ, ১টি কোপা আমেরিকা, ১টি ফিনালিসিমা, ৪তে চ্যাম্পিয়ন্স লিগ, ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, দুটি লিগ ওয়ান এবং ১টি ক্যু দে ফ্রান্স।অন্যদিকে লিগ জিতে খুশি মেসিদের কোচ ক্রিস্টোফ গালটিয়ে।
advertisement
তিনি বলেছেন, ‘‘সব কিছু ঠিক মতো হয়নি। এই খেতাব সম্পূর্ণ ভাবে ফুটবলারদের। ফ্র্যান্স চ্যাম্পিয়ন হওয়ার একটা আলাদা অর্থ আছে। পেশাগত দিক থেকে এই সাফল্যের প্রশংসা করতেই হবে।’’ আগামী মরসুমে কি দলে ব্যাপক রদবদল হবে? গালটিয়ে বলেছেন, ‘‘বিভিন্ন জায়গায় দেখছি, আমাদের দলে প্রচুর পরিবর্তন হবে। কিন্তু যা লেখা হচ্ছে তার সঙ্গে বাস্তবের অনেক পার্থক্য রয়েছে।’’
advertisement
মেসিকে আগামী মরসুমে পিএসজির জার্সিতে দেখা যাবে কিনা, তা নিয়ে আলাদা করে কিছু বলেননি তিনি। লিগ ওয়ানের শেষে পিএসজির সঙ্গে শেষ হচ্ছে মেসির চুক্তির মেয়াদ। অনেক জল্পনা থাকলেও এখনও ভবিষ‍্যৎ নিয়ে কিছু বলেননি আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।পরের মরশুমে কি এই দলের হয়েই খেলবেন মেসি নাকি এদিনই তিনি নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন পিএসজির হয়ে, সময়ই বলবে। কিন্তু মরশুমের শেষ ম্যাচেও সমর্থকদের মন জয় করে নিলেন মেসি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi: মেসির গোলে লিগ জয় পিএসজির, ফ্রান্স ছাড়ার আগে রাঙিয়ে দিয়ে গেলেন লিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement