Messi: বার্সেলোনায় ফিরতে রাজি মেসি, তবে রয়েছে ছোট্ট একটি শর্ত! জানেন কি?

Last Updated:
বার্সেলোনায় ফেরার ইঙ্গিত মেসির
বার্সেলোনায় ফেরার ইঙ্গিত মেসির
প্যারিস: আগামী জুন মাসে পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে। তারপরে তিনি কোন ক্লাবে যোগ দেবেন, সেটি এখনও জানা যায়নি। তবে বার্সেলোনা, সৌদি আরবের ক্লাব আল-হিলাল, যুক্তরাষ্ট্রের ইন্টারa মিয়ামিসহ বেশ কয়েকটি ক্লাব থেকে মেসিকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তবে বার্সেলোনার ফেরার ব্যাপারে একধাপ এগিয়ে আছেন মেসি। তার সাথে তিনি বার্সেলোনায় আনতে চাইছেন তার দুই আর্জেন্টাইন তারকা সতীর্থকে।
তারা হলেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিয়েন্দ্রো পেরেদেস।বার্সেলোনায় দুজনকে যুক্ত করার বিষয়ে অনুরোধ করেছেন মেসি। এদিকে বার্সাকে মেসির এই অনুরোধের সূত্র ধরে অনেকেই ধারণা করছেন, পিএসজি অধ্যায় শেষ করে আর্জেন্টাইন তারকা হয়তো ক্যাম্প ন্যুতে ফিরছেন। তবে সেজন্য সময়ের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, মেসি হয়তো বার্সায় ফিরতে চান।
advertisement
তাই নিজের সতীর্থদের ক্লাবটিতে ঢোকানোর চেষ্টা করছেন।ডি মারিয়া বর্তমান মরশুমের শেষে জুভেন্টাস ছাড়তে চান। প্রাক্তন রিয়াল মাদ্রিদ এই উইঙ্গার ইতালির এই ক্লাবে পরবর্তী মরশুমে না থাকার সিদ্ধান্ত অনেক আগেই জানিয়ে দিয়েছেন। ক্লাবটিতে ৩৮টি গোলের পাশাপাশি ৭টি অ্যাসিস্ট করেছেন ডি মারিয়া। অন্যদিকে পিএসজি থেকে লোনে যাওয়া পেরেদেস আর ফরাসি ক্লাবটিতে ফিরতে চান না।
advertisement
advertisement
যেহেতু পার্ক দেস প্রিন্সেসে মেসি থাকবেন না, সেহেতু পেরেদেসও সেখানে থাকতে চান না। তবে শেষ পর্যন্ত কার গন্তব্য কোথায় গিয়ে শেষ হয়, সেটিই এখন সময়ের অপেক্ষা। অন্যদিকে বার্সেলোনা ও মেসিকে দলে ফেরাতে কোমর বেঁধে নেমেছে।স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্র থেকে খবর পাওয়া গেছে যে মেসিকে ‘পটাতে’ই যেন বার্সেলোনা আরেকটি ঘোষণা করেছে যে আবার ক্যাম্প ন্যুয়ে ফিরলে আর্জেন্টিনার অধিনায়কই নেতৃত্ব দেবেন বার্সাকে।
advertisement
২০২১ সালে পিএসজিতে নাম লেখানোর আগে মেসিই ছিলেন বার্সেলোনার অধিনায়ক। তিনি যাওয়ার পর বার্সার নেতৃত্ব ছিল সর্জিও বুসকেটসের কাঁধে। সেই বুসকেটস আগেই জানিয়ে দিয়েছেন যে এই মরসুমেই তিনি বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন। স্ট্যান্ডবাই অধিনায়ক জর্ডি আলাবাও এই বছর বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন। অর্থাৎ মেসি ফিরলে আবার বার্সার নেতৃত্ব পাবেন তিনি।
বাংলা খবর/ খবর/খেলা/
Messi: বার্সেলোনায় ফিরতে রাজি মেসি, তবে রয়েছে ছোট্ট একটি শর্ত! জানেন কি?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement