স্কুটিতে তাড়া করছে ২ জন! ধাক্কা দিচ্ছে! কেকেআর ক্যাপ্টেনের স্ত্রীর সঙ্গে হাড়হিম ঘটনা

Last Updated:

KKR captain nitish rana wife: দুটি ছেলে বারবার স্কুটি দিয়ে ধাক্কা মারছে গাড়িতে। নীতিশ রানার স্ত্রীর সঙ্গে ভয়ানক ঘটনা।

নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর রোমাঞ্চ এখন চরমে। ১৬ তম আসরের ৪৮ টি ম্যাচ পেরিয়ে যাওয়ার পর প্লে অফে পৌঁছানোর লড়াই আরও তীব্র হয়েছে। নীতীশ রানার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সেরও এই লড়াইয়ে টিকে রয়েছে।
ক্যাপ্টেন রানা দুর্দান্ত ফর্মে রয়েছেন এই মরশুমে। তবে খেলার বাইরে এবার তাঁর টেনশন করার মতো একটা ঘটনা ঘটে গেল। তাঁর স্ত্রী সাচি মারওয়াহকে সম্প্রতি দুজন দুষ্কৃতি তাড়া করেছিল। এমন ভয়ঙ্কর ঘটনার পর কেকেআর ক্যাপ্টেনের স্ত্রী রীতিমতো আতঙ্কিত।
অফিসের কাজ শেষ করে সাচি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, তখন দুটি ছেলে তাঁকে অনুসরণ করতে শুরু করে। সেই সময় তারা সাচির চলন্ত গাড়িতেও ধাক্কা দেয়।
advertisement
advertisement
আরও পড়়ুন-নীরজ চোপড়া আবার গর্বিত করলেন ভারতকে! সোনা জিতেও খুশি নন সোনার ছেলে
সাচি কোনওরকমে বিপদ এড়িয়ে বাড়িতে পৌঁঁছন। নিরাপদে বাড়িতে পৌঁছানোর পরে তিনি যখন পুলিশকে ফোন করে অভিযোগ দায়ের করেন, তখনপুলিশের কাছ থেকে খুব অবাক করা উত্তর পান।
ক্রিকেটারের স্ত্রী তাঁর ইন্সটা স্টোরিতে দুজন বাইক আরোহী ছেলের ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘দিল্লিতে একটা সাধারণ দিন ছিল এটা আমার জন্য। অফিস থেকে বাড়িতে ফিরছিলাম। এই দুটি ছেলে বেশ কয়েকবার আমার গাড়িতে আঘাত করেছে। আমি জানি না কেন তারা আমাকে অনুসরণ করছিল।
advertisement
তিনি আরও লিখেছেন, ‘আমি যখন দিল্লি পুলিশকে এই বিষয়ে তথ্য দিলাম, তখন তাদের পক্ষ থেকে আমাকে বলা হল, আপনি যখন নিরাপদে বাড়িতে পৌঁছে গিয়েছেন, তখন এই নিয়ে আর মাথা ঘামানোর প্রয়োডন নেই। পরের বার এই ধরনের দুর্ঘটনা ঘটলে কোথায় ফোন করবেন, সেই নম্বর লিখে রাখুন।
বাংলা খবর/ খবর/খেলা/
স্কুটিতে তাড়া করছে ২ জন! ধাক্কা দিচ্ছে! কেকেআর ক্যাপ্টেনের স্ত্রীর সঙ্গে হাড়হিম ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement