Pritam Kotal: মোহনবাগানের প্রীতম দেখা দিলেন কেরলের জার্সিতে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Last Updated:

তুন জার্সিতে প্রীতমের ছবি প্রচুর লাইক পেয়েছে। নিজেদের প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য সবুজ মেরুন সমর্থক

মোহনবাগানের ক্যাপ্টেন যখন কেরলের সেনাপতি
মোহনবাগানের ক্যাপ্টেন যখন কেরলের সেনাপতি
কলকাতা: ছোটবেলায় রিক্সা চালক বাবার পক্ষে সম্ভব ছিল না ছেলেকে পেশাদার ফুটবলার বানানো। কিন্তু প্রীতম কোটাল জানতেন তাকে স্বপ্ন সত্যি করতেই হবে। লড়াই চালিয়ে গিয়েছেন বলেই আজকে এই জায়গায়। ইন্ডিয়ান অ্যারোজ থেকে মোহনবাগান, তারপর বাকিটা ইতিহাস। উত্তরপাড়ার ছেলে গঙ্গাপাড়ের ক্লাবের ইতিহাসে অন্যতম সফল ফুটবলার হবেন এটা হয়তো অনেকেই ভাবতে পারেননি।
দীর্ঘদিন ধরে সবুজ-মেরুন দর্শকদের আবেগ হয়ে দলের নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল তাঁকে। আইএসএল-এর মতো জাতীয় লিগও তাঁর নেতৃত্বে পেয়েছে মোহনবাগান। এবার সেই অধিনায়ককে হারাতে বসেছেন লক্ষ লক্ষ বাগান সমর্থক সেটা জানাই ছিল। মোহনবাগানের মতো ক্লাবের সঙ্গে এতগুলো বছর কাটানোর মায়া যে সহজে ত্যাগ করা যাবে না, তা স্পষ্ট জানিয়েছিলেন প্রীতম।
advertisement
advertisement
কিন্তু তিনি পেশাদার ফুটবলার। তিন বছরের চুক্তিতে গিয়েছেন কেরল ব্লাস্টার্সে। সেখানেও অধিনায়ক তিনি। কেরল অন্যতম সেরা ক্লাব হলেও আজ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি আইএসএল। প্রীতম জানিয়েছেন তার কাছে মোহনবাগান অতীত। এখন শুধুই কেরলের ফুটবলার তিনি। মন, প্রাণ, শক্তি সবকিছু দিয়ে চেষ্টা করবেন তার নতুন দলকে চ্যাম্পিয়ন করার।
advertisement
সামনে মোহনবাগান থাকলেও জীবন দিয়ে আটকানোর চেষ্টা করবেন সবুজ মেরুন ফুটবলারদের। একজন পেশাদার ফুটবলারের যা ধর্ম সেটাই করবেন। ব্লাস্টার্স তাদের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে প্রিতমের ভিডিও পোস্ট করে লিখেছে, বাংলার বাঘ এসে গিয়েছে। স্বাগত জানান আমাদের নতুন ক্যাপ্টেনকে। নতুন জার্সিতে প্রীতমের ছবি প্রচুর লাইক পেয়েছে। নিজেদের প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য সবুজ মেরুন সমর্থক। তার নতুন ক্লাবের হয়ে সাফল্য কামনা করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Pritam Kotal: মোহনবাগানের প্রীতম দেখা দিলেন কেরলের জার্সিতে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement