ভক্তের মা অনুসরণ করলেন বুমরার বোলিং স্টাইল ! প্রতিক্রিয়া স্বয়ং বোলারের, মুহূর্তেই ভিডিও ভাইরাল

Last Updated:
#নয়াদিল্লি: ইতিমধ্যেই বিশ্বকাপে ভারতের যাত্রা শেষ হয়েছে ৷ সেই হারের যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছে সমগ্র দল ৷ তবে বিরাট কোহলির নেতৃত্বে এইবার টিম অত্যন্ত ভাল খেলেছে ৷ নক আউটের ব্যাপার গ্রুপ লিগের থেকে অন্যরকম ৷ তাই এই পর্যায়ে নির্ভর করে সেই দিন কতখানি সঙ্গ দেয় ৷ ভারতের ক্ষেত্রে সেমিফাইনালটাও ছিল তেমনই, কিছুটা খেলা হওয়ার পরে ম্যাচ বিঘ্নিত হয়েছিল মঙ্গলবার, বুধবার খেলাটি সম্পন্ন হয়েছিল ৷
advertisement
সেখানেই নিউজিল্যান্ডের কাছে হার মানতে হয়েছে কোহলি ব্রিগেডকে ৷ ঘরে বাইরে অনেকেই দলের প্রশংসা করেছেন, সমালোচনা হয়নি সেটাও নয়, সব মিলিয়ে এক মিশ্র প্রতিক্রিয়া এসেছে বিভিন্ন মহল থেকে ৷
advertisement
সব থেকে একটি আকর্ষণীয় বিষয় প্রকাশ্যে এসেছে ভারতীয় দলের স্টার বোলার জসপ্রীত বুমরার এক ভক্তের মা তাঁর বোলিং স্টাইলে প্রভাবিত হয়েছেন ৷ বুমরার মতই বোলিং স্টাইল ঘরের মধ্যেই দৌড়ে প্রচেষ্টা করেছেন ৷ সেই ভিডিও নিমেষেই ভাইরাল হয়েছে ৷ এই ভিডিওটি দেখার পরে জসপ্রীত বুমরা প্রতিক্রিয়া দিয়েছেন তাঁর মন ভাল হয়ে গিয়েছে, সারাদিন তাঁর ভালই যাবে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ভক্তের মা অনুসরণ করলেন বুমরার বোলিং স্টাইল ! প্রতিক্রিয়া স্বয়ং বোলারের, মুহূর্তেই ভিডিও ভাইরাল
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement