ISL Derby: নিরাপত্তাজনিত সমস্যা, উৎসবের মরশুমে অনিশ্চিত আইএসএল ডার্বি ও এএফসি

Last Updated:

ISL Derby: পুলিশ দেওয়া সম্ভব নয়, দুই বড় ক্লাবে চিঠি ক্রীড়া দফতরের।১৮ অক্টোবর থেকে পুজোর ছুটি শুরু রাজ্যে। পুলিশ নিয়ে সমস্যায় প্রশাসন। ফলে আইএসএলের মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচে কী অশনি সংকেত৷

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ ঘিরে ধোঁয়াশা- Photo- File
মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ ঘিরে ধোঁয়াশা- Photo- File
কলকাতা: একদিকে আইএসএল অন্যদিকে বাঙালির প্রিয় দুর্গাপুজো। অক্টোবর মাস জুড়ে ফুটবল আর ফেস্টিভ্যালের ডবল বোনানজা। তার মধ্যেই সমস্যা নিরাপত্তা নিয়ে। পুজোর মাসে খেলায় পুলিশ দেওয়া নিয়ে নিজেদের সমস্যার কথা জানিয়ে দিল ক্রীড়া দফতর।
আশঙ্কা ছিলই। দুর্গা পুজোয় শহরের রাস্তায় জন প্লাবন সামলাতে এমনিতেই নাভিশ্বাস ওঠে পুলিশ প্রশাসনের। তার ওপর আবার আইএসএলে বড় ক্লাবের ম্যাচ! প্রশ্ন যে উঠবে জানাই ছিল! ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সদস্য সমর্থকরাও ভেবে পাচ্ছিলেন না কূল রাখবেন, না মান রাখবেন! একে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, তায় আবার প্রিয় ক্লাবের ম্যাচ!
advertisement
advertisement
কলকাতায় বাঙালির এল ক্লাসিকোর দিন ধার্য হয়েছিল ২৮ অক্টোবর। সেদিন আবার বাঙালির কোজাগরি লক্ষ্মীপুজোর দিনেও বটে। কোন দিকে ফেলে কোন দিকে যাবেন লাল হলুদ, সবুজ মেরুন সমর্থকরা? সমর্থকদের যাবতীয় দ্বিধা দ্বন্দ্বের মসিহা হয়ে তাদের মনের কথাটাই যেন বলে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উৎসবের মরশুমে পুলিশ দেওয়া সম্ভব নয়, রাজ্য ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে এই মর্মে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই ক্লাবকেই চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হল।
advertisement
২১ অক্টোবর, সপ্তমীর দিন যুবভারতীতে ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়ার ম্যাচ! ২৮ অক্টোবর যুবভারতীতে এএফসি-র ম্যাচে মুখোমুখি হওয়ার কথা মোহনবাগান ও বসুন্ধরা এফসির। ২৮ অক্টোবর লক্ষ্মী পুজোর দিন বাঙালির এল ক্লাসিকো অর্থাৎ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের দিন চূড়ান্ত করেছিল এফএসডিএল। রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এদিন সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন,”১৮ অক্টোবর থেকে রাজ্যে দুর্গাপুজোর ছুটি পড়ে যাচ্ছে! এই সময়ের মধ্যে কোন ম্যাচে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পুলিশ দেওয়া সম্ভব নয়!”
advertisement
একই সময়ে ইডেনে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ম্যাচও রয়েছে। ২৮ অক্টোবর অর্থাৎ লক্ষ্মী পুজোর দিন ইডেনে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের ম্যাচ নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি  ক্রীড়ামন্ত্রী। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে, বিশ্বকাপের ম্যাচ নিয়ে নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা হবে না।
বাংলা খবর/ খবর/খেলা/
ISL Derby: নিরাপত্তাজনিত সমস্যা, উৎসবের মরশুমে অনিশ্চিত আইএসএল ডার্বি ও এএফসি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement