যুবভারতীর গ্যালারি কাঁপল 'জয় মোহনবাগান' স্লোগানে! লিগ-শিল্ড জিতে রেকর্ড সবুজ-মেরুনের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mohunbagan vs Goa- যুবভারতীতে অপরাজেয় রেকর্ড রেখে লিগ শিল্ড জিতল মোহনবাগান। আইএসএলে এমন রেকর্ড এই প্রথম। এর আগে আই লিগে টানা দশ ম্যাচ জয়ের রেকর্ড ছিল মোহনবাগানের।
কলকাতা : আইএসএল লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান। টেবিলে সর্বোচ্চ ৫৬ পয়েন্ট নিয়ে শিল্ড জিতল মোহনবাগান। লিগ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা গোয়াকে ২-০ গোলে হারাল সবুজ মেরুন ব্রিগেড। গোয়ার থেকে ৮ পয়েন্ট বেশি পেয়ে শিল্ড চ্যাম্পিয়ন হল মোহনবাগান। এদিন যুবভারতীতে ম্যাচ শেষে মোহনবাগানের ফুটবলারদের হাতে শিল্ড ট্রফি তুলে দেওয়া হয়।
যুবভারতীতে অপরাজেয় রেকর্ড রেখে লিগ শিল্ড জিতল মোহনবাগান। আইএসএলে এমন রেকর্ড এই প্রথম। এর আগে আই লিগে টানা দশ ম্যাচ জয়ের রেকর্ড ছিল মোহনবাগানের। তখন কোচ ছিলেন করিম বেঞ্চারিফা তবে আইএসএলে এমন রেকর্ড এই প্রথম।
শনিবার গোয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের শেষ ম্যাচ জিতে লিগ শিল্ড জিতল তারা। এদিনের প্রথম গোল আত্মঘাতী। দ্বিতীয় গোল গ্রেগ স্টুয়ার্টের। মোহনবাগান ফুটবলারদের হাতে এদিন শিল্ড তুলে দেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। উল্লেখ্য, ২৪ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৫৬। একই সংখ্যক ম্যাচে ৪৮ পয়েন্ট গোয়ার।
advertisement
advertisement
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরই রোহিতের অবসর? সত্যিটা ফাঁস করে দিলেন ভারতীয় ওপেনার!
আইএসএল পয়েন্ট টেবিলের দ্বিতীয় দলের সঙ্গে আট পয়েন্টের ব্যবধান রেখে জিতল বাগান। প্রায় ৬১ হাজার দর্শকের চিৎকার, উচ্ছ্বাস, হাততালিতে ফেটে পড়ে যুবভারতীর গ্যালারি। যুবভারতীয় জুড়ে এদিন একটাই আওয়াজ-‘জয় মোহনবাগান। হোম অফ চ্যাম্পিয়ন্স।’
আরও পড়ুন- আবার ডিভোর্স ভারতীয় ক্রিকেটারের! চাহাল, পান্ডিয়ার পর এবার কে? কেকেআরের তারকা
আগের ম্যাচ মোহনবাগান খেলেছিল মুম্বইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচের দলে ছ’টি পরিবর্তন করেন হোসে মোলিনা। আইএসএলে প্রথমবার সুযোগ পেলেন ধীরজ সিং। প্রথমার্ধের শেষে এগিয়ে যেতে পারত মোহনবাগান। কিন্তু বল দিমিত্রির হাতে লাগায় মনবীরের গোল বাতিল হয়। রেফারি রাহুল গুপ্ প্রথমে গোলের বাঁশি বাজান। তবে এর পর প্রতিবাদ জানায় গোয়ার ফুটবলাররা। চতুর্থ রেফারি হরিশ কুন্ডুর সঙ্গে আলোচনা করে গোল বাতিল করা হয়। এর পর ৬২ মিনিটে প্রথম গোল। টম অ্যালড্রেডের লং বল ক্লিয়ার করতে গিয়ে ব্যাক হেডে নিজেদের গোলেই ঢুকিয়ে দেন বরিস সিং। এর পর ম্যাচের ৯০+৪ মিনিটে কামিন্সের পাস থেকে গোল। এবার গ্রেগ স্টুয়ার্ট। তখনই ফেটে পড়ে যুবভারতীর গ্যালারি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2025 11:15 PM IST