#IPL2019: ৪০ রানে দিল্লির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল মুম্বই

#IPL2019: ৪০ রানে দিল্লির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল মুম্বই
  • Share this:

দিল্লি ক্যাপিটালস: ১২৮/৯ (রান রেট ৬.৪০, ওভার-২০)

মুম্বই ইন্ডিয়ানস- ১৬৮/৫ (রান রেট ৮.৪০, ওভার-২০)

৪০ রানে দিল্লির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল মুম্বই

#নয়াদিল্লি: টসে জিতে প্রথম ব্যাট করতে নামে মুম্বই ইন্ডিয়ানস ৷ ২০ ওভারে মুম্বই ৫ উইকেট খুইয়ে রান করে ১৬৮ ৷ সেই রানের জবাবে মাঠে নেমে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় দিল্লি ৷ ২০ ওভার শেষে ৯ উইকেট খুইয়ে ১২৮ রানেই নিজেদের ইনিংস শেষ করল দিল্লি ৷

দিল্লির ফিরোজ শাহ কোটলাতে মুম্বই এবং দিল্লির ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা নজরে এসেছিল ৷ কিন্তু মাত্র ১৬৯ রানের টার্গেট ছুঁতে রীতিমত হিমশিম খেলেন দিল্লির ব্যাটসম্যানরা ৷ বুমরা-চাহারদের দুর্দান্ত ইনিংসের সামনে ক্রিজে টিকতেই পারলেন না ধাওয়ান এবং পন্থরা ৷

এই মুহূর্তে আইপিএলের কোন দলে কোন পজিশনে রয়েছে ৷ দেখে নিন একনজরে--- IPL table
First published: April 18, 2019, 11:43 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर