হোম /খবর /খেলা /
RCB vs LSG: গম্ভীরকে জবাব দিতে তৈরি কোহলি, লখনউয়ের বিরুদ্ধে বদলা চাইছে আরসিবি

RCB vs LSG: গম্ভীরকে জবাব দিতে তৈরি কোহলি, লখনউয়ের বিরুদ্ধে বদলা চাইছে আরসিবি

RCB vs LSG: আজ আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দ্বৈরথ। প্রথম পর্বের ম্যাচে আরসিবিকে হারিয়েছিল লখনউ। আজ কেএল রাহুলদের ঘরের মাঠে পাল্টা দিতে মুখিয়ে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা।

  • Share this:

লখনউ: সোমবার আইপিএলে দ্বিতীয় লেগের খেলায় আরও একবার বিরাট কোহলি বনাম কেএল রাহুল দ্বৈরথ। বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর বললেও খুব একটা ভুল হবে না। লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচ ঘিরে চড়ছে পারদ। প্রথম পর্বের সাক্ষাতে আরসিবির ঘরে ঢুকে রুদ্ধশ্বাস জয়ে পেয়েছিল লখনউ। হাইস্কোরিং ম্যাচে ২১২ রান তাড়া করে জিতেছিল এলএসজি। সেই ম্যাচ জিতে মাঠেই আবেগের বিস্ফোরণ ঘটেছিল লখনউ মেন্টর গৌতম গম্ভীরের। বিরাট কোহলির সঙ্গে গম্ভীরের তিক্ততা আমাদের সকলেরই জানা। ম্যাচ শেষে কোহলির সঙ্গে হাত মেলানোর সময়ও একটা কঠোর ভাব দেখা গিয়েছিল গম্ভীরের মধ্যে। ফলে আজ লখনউয়ের ঘরের মাঠে বিরাট কোহলির পাল্টা জবাব দেওয়ার সুযোগ।

একদিকে আরসিবিকে আজ হারাতে পারলে গুজরাত টাইটান্সের থেকে এক ম্যাচ বেশি খেলে লিগ টেবিলের শীর্ষে যাওয়ার হাতছানি রয়েছে লখনউ সুপার জায়ান্টসের। তারউপর শেষ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং, ২৫৭ রান যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর, ৫৬ রানের বড় ব্যবধানে জয়, কেএল রাহুলের দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। কেএল রাহুল ও দীপক হুডার ফর্ম নিয়ে একটু চিন্তা থাকলেও বিধ্বংসী ফর্মে রয়েছেন কাইল মেয়ার্স, মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরান, আয়ূশ বাদোনিরা। বোলিং অ্যাটাকেও রবি বিষ্ণোই, অমিত মিশ্রা, যশ ঠাকুর, নভিন উল হকরা দলকে ভরসা দিচ্ছেন। ঘরের মাঠে আরও একবার আরসিবিকে হারাতে প্রস্তুত এলএসজি।

অপরদিকে, বর্তমানে ৮ ম্যাচে ৪ জয় ও ৪ হারের সৌজন্যে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে আরসিবি। ধারাবাহিকতার অভাব আরসিবির প্রধান সমস্যা। শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে অ্যাওয়ে ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে নামতে চলেছে ব্যাঙ্গালোর। এই ম্যাচ থেকে ফের অধিনায়কের ভূমিকায় ফেরার কথা ফাফ ডুপ্লেসির। লখনউয়ের বিরুদ্ধে জিততে না পারলে প্লে অফের রাস্তা অনেকটাই কঠিন হবে আরসিবির। ডুপ্লেসি, কোহলি, ম্যাক্সওয়েলরা ছন্দে থাকলেও এই ৩ জনের বাইরে আরসিবির ব্যাটিং লাইন একেবারেই ছন্দে নেই। বোলিংয়ে মহম্মদ সিরাজ, ওয়ানিন্দু হাসরঙ্গা, হার্শল প্যাটেলরা দলকে ভরসা দিচ্ছে। সোমবার লখনউয়ের ঘরে ঢুকে পাল্টা প্রতিশোধ নিতে বদ্ধপরিকর আরসিবি।

আরও পড়ুনঃ IPL 2023: যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর 'রহস্য ফাঁস'

আরও পড়ুনঃ Yashasvi Jaiswal: ফুচকা ওয়ালা থেকে আইপিএলে শতরানকারী, যশস্বী জয়সওয়ালের জীবন সংগ্রাম সত্যিই অনুপ্রেরণার

আরসিবি ও লখনউ সুপার জায়ান্টস দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তি বিচার করলে কিছুটা এগিয়ে রয়েছে কেএল রাহুলের দল। সম্প্রতি ফর্মও আরসিবির থেকে অনেক ভালো। তারউপর আজ হোম অ্যাডভান্টেজে খেলবে এলএসজি। ফলে এদিন আরসিবির বিরুদ্ধে এলএসজি কিছুটা এগিয়ে থেকেই শুরু করবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞরা।

Published by:Sudip Paul
First published:

Tags: Gautam Gambhir, IPL 2023, Lucknow Super Giants, Match Preview, Rcb vs Lsg, Royal Challengers Bangalore, Virat Kohli