Viral Video: ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদ! ফিল্মি কায়দায় কাকে প্রেম নিবেদন করলেন চাহল, ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহল হাঁটু গেড়ে প্রপোজ করছেন। তাহলে কী চাহল-ধনশ্রী জুটির বিচ্ছেদ আসন্ন?
জয়পুর: ভারতীয় ক্রিকেট দলের দম্পতিদের মধ্যে যারা সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন তাদের মধ্যে অন্যতম হলেন তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল ও ধনশ্রী ভার্মা। বিয়ের আগে প্রেম চলাকালীন থেকেই আলোচনায় এই জুটি। মাঝে একবার তাদের সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা ছড়িয়েছিল। তবে তা যে শুধুই গুজব, তা পরিষ্কার করে দিয়েছিলেন চাহল-ধনশ্রী জুটি। এবার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছেন যুজবেন্দ্র চাহল। তাহলে কী চাহল-ধনশ্রী জুটির বিচ্ছেদ আসন্ন?
তবে ভয়ের কোনও কারণ নেই। পুরো কাণ্ডটাই মজার ছলে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সম্পূর্ণ মজার ছেলে। যুজবেন্দ্র চাহলের আইপিএল দল রাজস্থান রয়্যালসের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে ফুল হাতে দাঁড়িয়ে রয়েছেন চাহল। সঙ্গে রয়েছেন জস বাটলার। কোলে রয়েছে বাটলারের মেয়ে। সেখানেই দেখা যায় বাটলারকে মজার ছলে প্রপোজ করছেন চাহল। বলেন, ‘‘জস ভাই, তোমাকে ভালবাসি। গত বছর যখন তোমার সঙ্গে দেখা হয়েছিল তখন থেকেই তোমার জন্য আমার মন কেমন করে। রোজ রাতে তোমাকে স্বপ্নে দেখি। তুমি কি আমার সঙ্গে ডেটে যাবে?’’ সেই সময় আশেপাশে উপস্থিত প্লেয়ারদেরও হাসতে দেখা যায়।
advertisement
The perfect proposal doesn’t exi- 😂 pic.twitter.com/vENeuVtfTq
— Rajasthan Royals (@rajasthanroyals) April 20, 2023
advertisement
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর নেট দুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। চাহল ও বাটলরের মজার ভিডিও নেট দুনিয়ায় হাসির রোল তুলেছে। ভিডিওটিতে পরেছে অসংখ্য লাইক ও কমেন্ট। রাজস্থান রয়্যালসে জস বাটলার ও যুজবেন্দ্র চাহলের সম্পর্কে খুবই ভালো। দুজনকে গত মরসুমেও নানা মজা করতে দেখা গিয়েছে। শুধু বাটলার নয়, স্ত্রী ধনশ্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নানা মজাদার ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2023 11:50 AM IST