বউয়ের প্রথম জন্মদিনে বিরাট কোহলি-র পোস্ট, স্পেশাল বার্তায় যা বললেন অনুষ্কাও

Last Updated:

বিরাট তাঁর সেলিব্রেশনে অনুষ্কার জন্য কী করেন জানতে উন্মুখ ছিল ‘বিরুষ্কা’ ফ্যানরা ৷

#বেঙ্গালুরু :  প্রেমিক-প্রেমিকার ধাপ পেরিয়ে আজ তাঁরা সাত পাকে বাঁধা পড়েছেন ৷ বউয়ের প্রথম জন্মদিন বলে কথা ৷ বিরাট তাঁর সেলিব্রেশনে অনুষ্কার জন্য কী করেন জানতে উন্মুখ ছিল ‘বিরুষ্কা’ ফ্যানরা ৷
আইপিএলে সময়টা ক্রিকেটার হিসেবে ভালো গেলেও অধিনায়ক হিসেবে বিশেষ ভালো যাচ্ছে না ৷ তবে তাতে কী ৷ তিনি তো ভীষণ স্পেশাল ভাবেই সবসময় ট্রিট করেছেন অনুষ্কাকে ৷ ফলে জন্মদিনে কী স্পেশাল করবেন তা নিয়ে চলছিল জল্পনা ৷
Photo Courtesy:   Virat Kohli  /Twittter Handle Photo Courtesy: Virat Kohli /Twittter Handle
advertisement
advertisement
১ মে-তে ৩০ হলেন অনুষ্কা ৷ জন্মদিনে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা বার্তা-র ঢল নেমেছে তবে তাঁর কাছে নিঃসন্দেহে সবচেয়ে স্পেশাল হবে বিরাটের –টাই৷ বিরাটের সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যাচ্ছে চকোলেট কেকের টুকরো অনুষ্কাকে খাইয়ে দিচ্ছেন তিনি ৷ পাশাপাশি লিখেছেন স্পেশাল বার্তা ৷  স্ত্রী অনুষ্কাকে শুধু  জীবনের প্রেমই বলেননি তিনি ৷ দিয়েছেন এক দরাজ সার্টিফিকেট ৷ বলেছেন তাঁর দেখা সবচেয়ে পজিটিভ ও সবচেয়ে সৎ মানুষ ৷
advertisement
Photo Courtesy: Anushka Sharma  /Instagram Handle Photo Courtesy: Anushka Sharma /Instagram Handle
এদিকে অনুষ্কাও নিজের ওয়ালে জন্মদিন স্পেশাল একটি বার্তা দিয়েছেন যার মূল বক্তব্য মানুষ হয়ে জন্মানো সবচেয়ে বড় আশীর্বাদ ৷ যাঁদের কন্ঠ আছে, যাঁরা সত্যি –র জন্য কথা বলতে পারে ৷ পাশাপাশি জন্মদিনের রেজোলিউশনও জানিয়েছেন তিনি ৷ দলাই লামার ভাবধারায় বিশ্বাসী অনুষ্কা মুম্বইয়ের বাইরে একটি পশুদের আশ্রয়স্থল গড়ে তুলবেন বলে জানিয়েছেন ৷
advertisement
ধন্যবাদ অনুষ্কা আপনার এই ভাবনার জন্য ৷ নিউজ ১৮ বাংলার পক্ষ থেকেও আপনাকে জন্মদিনের শুভেচ্ছা ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বউয়ের প্রথম জন্মদিনে বিরাট কোহলি-র পোস্ট, স্পেশাল বার্তায় যা বললেন অনুষ্কাও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement