বল বিকৃতির ঘটনায় স্মিথ-ওয়ার্নারের এক বছরের নির্বাসন, খেলতে পারবেন না আইপিএলেও

Last Updated:

কেপটাউনে বল বিকৃতির ঘটনায় স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া।

#জোহানেসবার্গ: কেপটাউনে বল বিকৃতির ঘটনায় স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘটনায় অন্যতম অভিযুক্ত ক্যামেরন ব্যানক্রফটকে ন'মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, এই শাস্তির বিরুদ্ধে আবেদন করতে পারবেন ক্রিকেটাররা। গতকাল, মঙ্গলবারই শাস্তির ইঙ্গিত দিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে তিন ক্রিকেটারকে অস্ট্রেলিয়া ফেরত পাঠানো হয়েছিল। আজ, বুধবার সকালেই হায়দরাবাদ সানরাইজার্স টুইটারে দাবি করে, অধিনায়ক পদ ছাড়ছেন ওয়ার্নার। তার কিছুক্ষণের মধ্যেই তিন ক্রিকেটারকে নিয়ে নিজেদের অবস্থান জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া।
এর আগে এই ঘটনায় স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই তিন ক্রিকেটারকে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসার নির্দেশ দেয় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন পকেট থেকে হলুদ রঙের একটা জিনিস দিয়ে বলে ঘষতে দেখা গিয়েছিল ব্যানক্রফটকে। দিনের শেষে সাংবাদিক বৈঠকে বল-বিকৃতির অভিযোগ স্বীকারও করে নেন স্মিথ ও ব্যানক্রফট। আইসিসি-র শাস্তি ঘোষণার পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়াও যে স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করতে চলেছে ৷ তা মোটামুটি নিশ্চিতই ছিল ৷ শেষপর্যন্ত এক বছরের জন্য নির্বাসনে পাঠানো হল স্মিথ-ওয়ার্নারকে ৷ ২০১৯ বিশ্বকাপের আগে খেলা হবে না এই দুই ক্রিকেটারের ৷ খেলা হবে না আইপিএলেও ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
বল বিকৃতির ঘটনায় স্মিথ-ওয়ার্নারের এক বছরের নির্বাসন, খেলতে পারবেন না আইপিএলেও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement