ওয়াংখেড়েতে হেরে প্লে অফে যাওয়ার রাস্তা কঠিন হল নাইটদের
Last Updated:
ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারার পর ফের প্লে অফে যাওয়ার রাস্তা নিজেরাই কঠিন করে ফেলেছে কেকেআর ৷
#মুম্বই: রবিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারার পর ফের প্লে অফে যাওয়ার রাস্তা নিজেরাই কঠিন করে ফেলেছে কেকেআর ৷ ১৩ রানে হেরে ফের কঠিন দেখাচ্ছে প্লে অফে ওঠার রাস্তা ৷ অন্যদিকে মাস্ট উইন ম্যাচে জিতে ফের প্লে অফে ওঠার লড়াইয়ে ফিরে এল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ৷
নাইটদের আপাতত সংগ্রহে ১০ ম্যাচে ১০ পয়েন্ট ৷ এখনও বাকি চার ম্যাচ ৷ হিসেব মতো প্লে অফে ওঠা নিশ্চিত করতে আরও তিনটি ম্যাচ জেতা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে কার্তিকদের কাছে ৷ কারণ চারটের মধ্যে দু’টো ম্যাচ জিতলে তখন নেট রান রেটের অঙ্কও সামনে চলে আসতে পারে ৷ মুম্বইয়ের অবস্থাও এখন খুব একটা ভাল নয় ৷ নাইটদের সমসংখ্যক ম্যাচ খেলে তাদের সংগ্রহে এখন ৮ পয়েন্ট ৷ মুম্বইকে প্লে অফে যেতে হলে বাকি প্রত্যেকটা ম্যাচই তাই জিততে হবে ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 07, 2018 1:46 PM IST