আইপিএলে শুরু হচ্ছে মাঝ মরশুম ট্রান্সফার উইন্ডো, কী হতে চলেছে বুঝে নিন

Last Updated:

অকশন উইন্ডো খোলা থাকবে ২৮ তম ম্যাচ থেকে ৪২ তম ম্যাচ অবধি ৷

#নয়াদিল্লি :  আইপিএল ১১ মরশুমে আরও পাঁচটা নয়া জিনিসের মতো আরও একটা নয়া ফান্ডা ৷ তাহল মাঝ মরশুমের দল বদল ৷ এই প্রথমবারের জন্য ‘জেন্টলসম্যান গেমে’- ফ্রাঞ্চাইজি নতুন প্লেয়ার নিতে পারবে ৷ প্রয়োজন হলে প্লেয়ারদের ছেড়েও দিতে পারবে তারা ৷ অকশন উইন্ডো খোলা থাকবে ২৮ তম ম্যাচ থেকে ৪২ তম ম্যাচ অবধি ৷
বিসিসিআই আধিকারিক জানিয়েছেন ফুটবলে যেরকম ভাবে মরশুমের মধ্যেও দলে নতুন প্লেয়ার আসেন বা তাঁদের দল থেকে ছেঁটে ফেলা হয় ঠিক সেটাই এবার করতে পারবেন আইপিএল ফ্রাঞ্চাইজিরা ৷ বিসিসিআই আধিকারিক জানিয়েছেন, ‘‘এতে একটা টুইস্ট থাকবে, বিভিন্ন ফ্রাঞ্চাইজি তরুণ ক্রিকেটারদের নিয়েছেন যাঁদের হয়ত তাঁরা খেলাননি ৷ অন্যদিকে কোনও ফ্রাঞ্চাইজি হয়ত নামি-দামি প্লেয়ার নিয়েছেন যাঁরা পারফর্ম করতে পারছেন না , সেক্ষেত্রে তাঁরা সেই তরুণদের খেলাতে পারবেন ৷ ’’
advertisement
যদিও টেবলের ওপরের দিকে যে দলগুলি রয়েছে তারা অবশ্য নিজেদের সেট কম্বিনেশনে বিশেষ পরিবর্তন আনতে চাইবেন বলে মনে হয় না ৷ বরং যারা টেবলের নিচের দিকে রয়েছে তারাই এই ট্রান্সফার উইন্ডো থেকে দলে পরিবর্তন করে আইপিএলে ভাগ্য পরিবর্তেনর লক্ষ্যে ঝাঁপাবেন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলে শুরু হচ্ছে মাঝ মরশুম ট্রান্সফার উইন্ডো, কী হতে চলেছে বুঝে নিন
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement