আলাপ করে নিন ব্লগার অধিনায়কের সঙ্গে, নয়া অবতারে সোশ্যাল মিডিয়ায় দীনেশ কার্তিক

Last Updated:

এখন ইন্টারনেটের যুগ৷ তরুণ প্রজন্মদের হাতে হাতে মুঠোফোনের দাপট৷ সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তের আপডেট৷ নিজেদের পপুলারিটি মেপে নিতে এখন সোশ্যাল মিডিয়াই এক নম্বর মাপকাঠি৷ এই অবস্থায় নিজেদেরকে ফ্যানেদের আরও কাছে টানতে অভিনব উদ্যোগ নিল কলকাতা নাইট রাইডার্স৷

#জয়পুর: এখন ইন্টারনেটের যুগ৷ তরুণ প্রজন্মদের হাতে হাতে মুঠোফোনের দাপট৷ সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তের আপডেট৷ নিজেদের পপুলারিটি মেপে নিতে এখন সোশ্যাল মিডিয়াই এক নম্বর মাপকাঠি৷ এই অবস্থায় নিজেদেরকে ফ্যানেদের আরও কাছে টানতে অভিনব উদ্যোগ নিল কলকাতা নাইট রাইডার্স৷
এ মরশুমে নাইটদের নয়া অধিনায়ক দীনেশ কার্তিক এবার নিজের ব্লগ খুলে ফেললেন৷ নাম দিয়েছেন ‘ইন স্কিপার্স শ্যু’৷ কলকাতা দিল্লি বধ করে এই মুহূর্তে জয়পুরে কেকেআর৷ বুধবারই তাদের ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে৷
তারমধ্যেই নিজের নয়া ব্লগের শুভ সূচনা করে দিলেন৷ প্রথম দিনে নাইট অধিনায়ক হাজির তার দুই বোলিং অস্ত্রকে নিয়ে৷ একদিকে তরুণ শিভম মাভি৷ অন্যদিকে অন্যতম সিনিয়র স্পিনার পীষূষ চাওলা৷ অধিনায়কের পরণে টি শার্ট থাকলেও পুল সাইডে সাদা-হলুদ স্ট্রাইপে টাওয়ালেই মাতলেন গল্পে৷
advertisement
advertisement
অধিনায়কের সঙ্গে সহজ আলাপচারিতায় দুই ক্রিকেটারই নিজেদের মেলে ধরলেন৷ অনুর্ধ্ব ১৯ ভারতীয় দলের বোলার শিভম জানালেন কীরকমভাবে নিজের প্রথম ওভারে বল করার সময় অনুভূতি হচ্ছিল৷ ঠিক তেমনিই কীভাবে বোলিং প্ল্যান করেন পীযূষ তাও জানালেন আলাপচারিতায়৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আলাপ করে নিন ব্লগার অধিনায়কের সঙ্গে, নয়া অবতারে সোশ্যাল মিডিয়ায় দীনেশ কার্তিক
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement