আলাপ করে নিন ব্লগার অধিনায়কের সঙ্গে, নয়া অবতারে সোশ্যাল মিডিয়ায় দীনেশ কার্তিক

Last Updated:

এখন ইন্টারনেটের যুগ৷ তরুণ প্রজন্মদের হাতে হাতে মুঠোফোনের দাপট৷ সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তের আপডেট৷ নিজেদের পপুলারিটি মেপে নিতে এখন সোশ্যাল মিডিয়াই এক নম্বর মাপকাঠি৷ এই অবস্থায় নিজেদেরকে ফ্যানেদের আরও কাছে টানতে অভিনব উদ্যোগ নিল কলকাতা নাইট রাইডার্স৷

#জয়পুর: এখন ইন্টারনেটের যুগ৷ তরুণ প্রজন্মদের হাতে হাতে মুঠোফোনের দাপট৷ সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তের আপডেট৷ নিজেদের পপুলারিটি মেপে নিতে এখন সোশ্যাল মিডিয়াই এক নম্বর মাপকাঠি৷ এই অবস্থায় নিজেদেরকে ফ্যানেদের আরও কাছে টানতে অভিনব উদ্যোগ নিল কলকাতা নাইট রাইডার্স৷
এ মরশুমে নাইটদের নয়া অধিনায়ক দীনেশ কার্তিক এবার নিজের ব্লগ খুলে ফেললেন৷ নাম দিয়েছেন ‘ইন স্কিপার্স শ্যু’৷ কলকাতা দিল্লি বধ করে এই মুহূর্তে জয়পুরে কেকেআর৷ বুধবারই তাদের ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে৷
তারমধ্যেই নিজের নয়া ব্লগের শুভ সূচনা করে দিলেন৷ প্রথম দিনে নাইট অধিনায়ক হাজির তার দুই বোলিং অস্ত্রকে নিয়ে৷ একদিকে তরুণ শিভম মাভি৷ অন্যদিকে অন্যতম সিনিয়র স্পিনার পীষূষ চাওলা৷ অধিনায়কের পরণে টি শার্ট থাকলেও পুল সাইডে সাদা-হলুদ স্ট্রাইপে টাওয়ালেই মাতলেন গল্পে৷
advertisement
advertisement
অধিনায়কের সঙ্গে সহজ আলাপচারিতায় দুই ক্রিকেটারই নিজেদের মেলে ধরলেন৷ অনুর্ধ্ব ১৯ ভারতীয় দলের বোলার শিভম জানালেন কীরকমভাবে নিজের প্রথম ওভারে বল করার সময় অনুভূতি হচ্ছিল৷ ঠিক তেমনিই কীভাবে বোলিং প্ল্যান করেন পীযূষ তাও জানালেন আলাপচারিতায়৷
বাংলা খবর/ খবর/খেলা/
আলাপ করে নিন ব্লগার অধিনায়কের সঙ্গে, নয়া অবতারে সোশ্যাল মিডিয়ায় দীনেশ কার্তিক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement