শিবম মাভির ভবিষ্যৎ উজ্জ্বল: ব্রেট লি

Last Updated:

শিবম মাভির প্রতিভায় মুগ্ধ ব্রেট লি।

#কলকাতা: আইপিএলে প্রতিবছরই বেশ কিছু তরুণ প্রতিভার উদয় হয় ৷ জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে হার্দিক পাণ্ডিয়া ৷ প্রত্যেকেই এই আইপিএলে খেলেই প্রথম নজর কাড়েন ৷ এবছরও প্রত্যেক দলে বেশ কিছু তরুণ মুখ দেখা যাচ্ছে ৷ যাদের মধ্যে অবশ্যই একজন হলেন কেকেআরের শিবম মাভি ৷ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর আইপিএলেও নজর কেড়েছেন কেকেআরের এই পেসার ৷ মাভির  প্রতিভায় মুগ্ধ প্রাক্তন অজি পেসার ব্রেট লি-ও ৷
অদূর ভবিষ্যতে মাভিই হয়ে উঠবেন ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার ৷ এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন লি ৷ তিনি বলেছেন, ‘‘উন্নতি করার জন্য মাভির মধ্যে সব কিছুই আছে। ওর বোলিং অ্যাকশন খুব সুন্দর। ও একজন কমপ্লিট বোলার। তবে ওর আত্মবিশ্বাস বজায় রেখে খেলাটা খুব জরুরি। ক্রিকেট উপভোগ করতে হবে ওকে।  আর ও মাঠে কী করছে বা কী করা উচিৎ, সেটা মাভি খুব ভাল করেই জানে। ভারতীয় বোলিংয়ের ভবিষ্যৎ তারকা হয়ে ওঠার সব রকম উপাদানই ওর মধ্যে রয়েছে।’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
শিবম মাভির ভবিষ্যৎ উজ্জ্বল: ব্রেট লি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement