হৃত্বিক-জ্যাকলিনরা তৈরি, আইপিএল ধমাকা আর কিছু সময়ের অপেক্ষা

Last Updated:

অপেক্ষার অবসান ৷ দেখতে দেখতে চলে এল আরও একটা আইপিএল ৷

#মুম্বই: অপেক্ষার অবসান ৷ দেখতে দেখতে চলে এল আরও একটা আইপিএল ৷ এবছর টুর্নামেন্টের এটি একাদশতম বছর ৷ আজ, শনিবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টুর্নামেন্ট ৷ রাত ৮টা থেকে ম্যাচ শুরুর আগে অবশ্য প্রতিবছরের মতো রয়েছে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান ৷ যেখানে ‘ধুম মাচা’তে দেখা যাবে হৃত্বিক রোশন , জ্যাকলিন ফার্নান্ডেজ, তামান্নাদের ৷ অনুষ্ঠানের মহড়া দেখেই বোঝা যাচ্ছে কতটা দুরন্ত হতে চলেছে আইপিএলের অনুষ্ঠান ৷
দু’বছরের নির্বাসন কাটিয়ে এবছর ফের আইপিএলে ফিরছে চেন্নাই সুপার কিংস ৷ যে দলের ফের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে ৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হলুদ জার্সিরা আজ কতটা ঝড় তুলবে সেটাই দেখার বিষয় ৷ যদিও প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করেত চাইছে দু’দল ৷ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান লাইভ দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে ৷ দেখা যাবে অনলাইনে লাইভ স্ট্রিমিংও ৷ সন্ধে ৬.১৫ মিনিট থেকে নজর রাখুন টিভির পর্দায় এবং হটস্টারে ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
হৃত্বিক-জ্যাকলিনরা তৈরি, আইপিএল ধমাকা আর কিছু সময়ের অপেক্ষা
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement