কে এই সিএসকে ফ্যান ? যাঁকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া !

Last Updated:

এদিন ধোনি বা রোহিতের ব্যাটিংয়ের পাশাপাশি আরও একটা বিষয় নিয়েও তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া ৷

#পুণে: শনিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ২ বল বাকি থাকতেই সিএসকে-র বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ পরপর বেশ কয়েকটি ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছিল গতবারের চ্যাম্পিয়নরা ৷ কিন্তু শনিবার ধোনির সিএসকে-কে হারিয়ে ফের লড়াইয়ে ফিরে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ তবে এদিন ধোনি বা রোহিতের ব্যাটিংয়ের পাশাপাশি আরও একটা বিষয় নিয়েও তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া ৷ তিনি হলেন একজন সুন্দরী সিএসকে ফ্যান ৷ গ্যালারিতে গাঢ় নীল জামা পরা সেই তরুণীকে যতবারই টিভি ক্যামেরা ফোকাস করেছে, ততবারই গর্জে উঠেছে স্টেডিয়াম ৷
তরুণীকে সিএসকে পতাকা হাতে হাসিমুখেও যেমন দেখা গিয়েছে, তেমনি ধোনিরা ম্যাচ হারার পর বিষন্ন দেখিয়েছে ৷ তরুণীতে এতটাই মুগ্ধ প্রত্যেকে যে ম্যাচ চলাকালীন এবং শেষে তাঁকে নিয়ে টুইটের বন্যা বয়ে গিয়েছে ৷ তৈরি হয়েছে একাধিক মিমও ৷ কিন্তু কে এই রহস্যময়ী তরুণী ? পরে অবশ্য জানা গিয়েছে তাঁর আসল পরিচয় ৷
advertisement
Photo Courtesy: IPL/BCCI Photo Courtesy: IPL/BCCI
advertisement
তরুণীর নাম মালতী চাহার ৷ তিনি অবশ্য শুধুই একজন সিএসকে ফ্যান নন ৷ তিনি চেন্নাই সুপার কিংস ক্রিকেটার দীপক চাহারের বোন ৷ পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির একজন বিশাল ফ্যানও বটে ৷ তাঁর আরেক ভাই রাহুল চাহার খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে ৷ সিএসকে অধিনায়ক ধোনির সঙ্গে একটি ছবিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন মালতী ৷ তাই প্রিয় দলের হয়ে গলা ফাটাতে শনিবার মাঠে উপস্থিত থাকলেও দিনের শেষে হতাশই হতে হয়েছে তাঁকে ৷ মালতীর বিষন্ন মুখই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
বাংলা খবর/ খবর/খেলা/
কে এই সিএসকে ফ্যান ? যাঁকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement