ঝড়ে বিধ্বস্ত কলকাতা, ইডেনে নাইটদের বেসক্যাম্পের খবর জেনে নিন

Last Updated:

মঙ্গলবারের জোড়া কালবৈশাখির দাপটে লন্ডভন্ড কলকাতা৷ কলকাতার বিভিন্ন জায়গায় গাছ পড়া থেকে হোর্ডিং ভেঙে পড়া সোজা কথায় একেবারে তছনছ শহর কলকাতা৷ কেমন আছে নাইটদের বেস ক্যাম্প জানেন৷

#কলকাতা: মঙ্গলবারের জোড়া কালবৈশাখির দাপটে লন্ডভন্ড কলকাতা৷ কলকাতার বিভিন্ন জায়গায় গাছ পড়া থেকে হোর্ডিং ভেঙে পড়া সোজা কথায় একেবারে তছনছ শহর কলকাতা৷ কেমন আছে নাইটদের বেস ক্যাম্প জানেন৷
বুধবার কলকাতার ম্যাচ থাকলেও সৌভাগ্যের বিষয় সেটা কলকাতায় নয়৷ তাহলে কী হত বলা যায় না৷ কারণ বুধবার দিনও কলকাতায় কালবৈশাখির পূর্বাভাস রয়েছে৷ তবে মঙ্গলবারের ঝড়ে ইডেন গার্ডেন্সের কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷
মঙ্গলবার দিন দুটি পরপর ঝড় বয়ে যায় কলকাতার ওপর দিয়ে৷ তবে ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন মাঠের পরিস্থিতি একেবারে পারফেক্ট রয়েছে৷ তিনি আরও জানিয়েছেন যেহেতু পুরো মাঠই কভারের নিচে থাকে তাই ঝড়ের দাপটে মাঠের কোনও ক্ষতি হয়নি৷
advertisement
advertisement
পাশাপাশি গ্যালারিতেও কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি সিএবি সূত্রে৷ ইডেনে কেকেআরের পরের ম্যাচ শনিবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে৷ সেদিন অবশ্য বিকেল চারটেয় এ মরশুমে প্রথম কোনও ম্যাচ খেলবে কলকাতা৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ঝড়ে বিধ্বস্ত কলকাতা, ইডেনে নাইটদের বেসক্যাম্পের খবর জেনে নিন
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement