জট কাটছে , সূচি মেনেই হবে দশম আইপিএল

Last Updated:

সূচি মেনেই ৫ এপ্রিল থেকে শুরু হবে দশম আইপিএল। দীর্ঘ আইনি টালবাহানা কাটিয়ে অবশেষে বুধবার আইপিএলের বল গড়াল মুম্বইয়ে।

#মুম্বই:  সূচি মেনেই ৫ এপ্রিল থেকে শুরু হবে দশম আইপিএল। দীর্ঘ আইনি টালবাহানা কাটিয়ে অবশেষে বুধবার আইপিএলের বল গড়াল মুম্বইয়ে। বোর্ড কর্তাদের সঙ্গে আইপিএল পরিচালনা নিয়ে এদিন প্রথম দফার বৈঠক করলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত পর্যবেক্ষকরা। বৈঠকে পর্যবেক্ষক প‍্যানেলের সঙ্গে ছিলেন বোর্ডের সিইও রাহুল জোহরি। আলোচনা হয় টুর্নামেন্টের সূচি, নিলাম প্রক্রিয়া নিয়েও। ফলে ফেব্রুয়ারিতেই হতে পারে দশম আইপিএলের ক্রিকেটারদের নিলাম। খুব দ্রুত ফ্র‍্যাঞ্চাইজিদের সঙ্গেও আলোচনায় বসবেন বিনোদ রাই, রামচন্দ্র গুহ, ডায়না এডুলজিরা।
এদিকে সুপ্রিম কোর্ট নির্বাচিত তিন সদস্যের দলই দুবাইয়ে আইসিসি মিটিংয়ে অংশ নেবেন বলে জানিয়ে দেওয়া হল। প্রথমে ঠিক হয়েছিল একজনের নাম। সুপ্রিম কোর্টের এমনই নির্দেশ ছিল। কিন্তু পরে তিনজনকেই অনুমতি দেওয়া হয়। সেই দলে রয়েছেন বিক্রম লিমায়ে, অমিতাভ চৌধুরী ও অনিরুদ্ধ চৌধুরী। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই আইসিসি মিটিং। সেখানে বিসিসিআই-এর হয়ে প্রতিনিধি হিসেবে থাকবেন এই তিন জনই। আদালত জানিয়ে দিয়েছে এই তিন জনেরই গুরুত্ব সমান। সোমবারই অমিতাভ চৌধুরীকে বিসিসিআই-এর টিম সিলেকশন কমিটির মিটিংয়ে আহ্বায়ক হিসেবে যেতে বাধা দেওয়া হয়। তাঁর জায়গায় রাহুল জহুরিকে পাঠানো হয় আহ্বায়ক হিসেবে।
বাংলা খবর/ খবর/খেলা/
জট কাটছে , সূচি মেনেই হবে দশম আইপিএল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement