বাবা হলেন শার্দুল ঠাকুর! সোশ্য়াল মিডিয়ায় ছবি শেয়ার করে দিলেন সুখবর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shardul Thakur: ভারতীয় ক্রিকেট দলের তারকা ফাস্ট বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের জীবনে এল সুখবর। নতুন বছরের ঠিক আগে শার্দুল ও তাঁর স্ত্রী মিতালি পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন।
ভারতীয় ক্রিকেট দলের তারকা ফাস্ট বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের জীবনে এল সুখবর। নতুন বছরের ঠিক আগে শার্দুল ও তাঁর স্ত্রী মিতালি পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন। এই আনন্দের খবর শুধুমাত্র ঠাকুর পরিবারেই নয়, দেশজুড়ে তাঁর অসংখ্য ভক্তের মধ্যেও খুশির জোয়ার এনে দিয়েছে। দীর্ঘদিন ধরে মাঠে লড়াই করা এই ক্রিকেটারের ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়ের শুরুতে ফ্যানেরা শুভেচ্ছা জানিয়েছেন।
এই সুখবর শার্দুল নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেন। ইনস্টাগ্রামে আবেগঘন একটি পোস্টে তিনি জানান। উল্লেখযোগ্যভাবে, এর আগে দম্পতির তরফে গর্ভাবস্থা নিয়ে কোনো প্রকাশ্য ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে হঠাৎ এই ঘোষণা ভক্তদের কাছে এক বড় চমক হয়ে আসে। পোস্টে শার্দুল বাবা-মায়ের নিঃশর্ত ভালোবাসা, নীরবতা ও বিশ্বাসের কথা উল্লেখ করে তাঁদের “ছোট্ট গোপন রহস্য”-এর আগমনের কথা জানান।
advertisement
শার্দুল ও মিতালির সম্পর্কের শুরু স্কুল জীবন থেকে। বন্ধুত্ব থেকে প্রেম এবং শেষ পর্যন্ত বিবাহ—এই পথচলায় দু’জনে সবসময় একে অপরের পাশে ছিলেন। ২০২১ সালের নভেম্বরে তাঁদের বাগদান হয় এবং ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। মিতালি পারুলকার একজন সফল ব্যবসায়ীও বটে। কমার্সে পড়াশোনা শেষে তিনি কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করেছেন এবং পরে নিজের প্যাশন থেকে থানেতে ‘অল জ্যাজ বেকারি’ শুরু করেন।
advertisement
advertisement
advertisement
ক্রিকেট কেরিয়ারে শার্দুল ঠাকুর ভারতের জন্য ২০১৭ সাল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এখন পর্যন্ত তিনি ১৩টি টেস্ট, ৪৭টি ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ১৩১টি উইকেট ও ৭৭৫ রান। আইপিএল ২০২৬-এ তাঁকে আবারও নিজের ঘরোয়া দল মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাবে, যা তাঁর কেরিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2025 3:06 PM IST










