হোম /খবর /খেলা /
নিজের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান, পরিবারের সঙ্গে উদ্দাম নাচ শার্দুল ঠাকুরের

নিজের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান, পরিবারের সঙ্গে উদ্দাম নাচ শার্দুল ঠাকুরের, দেখুন ভিডিও

শার্দুল ঠাকুর

শার্দুল ঠাকুর

সাত পাকে বাধা পড়তে চলেছেন আরও এক ভারতীয় ক্রিকেট তারকা মিডিয়াম পেসার অলরাউন্ডার শার্দুল ঠাকুর। টিম ইন্ডিয়া লর্ড হিসেবে পরিচিত শার্দুল। আর বিয়ের আগেই ভাইরাল ভারতীয় তারকার নাচ।

  • Share this:

মুম্বই: ভারতীয় ক্রিকেটে ফের বিয়ের সানাই। একের পর এক বিয়ে করছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার। কদিন আগেই বিয়ের পিঁড়িকে বসেছেন তারকে ব্যাটার কেএল রাহুল ও তারপর বিয়ে করেছেন তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। আর এবার সাত পাকে বাধা পড়তে চলেছেন আরও এক ভারতীয় ক্রিকেট তারকা মিডিয়াম পেসার অলরাউন্ডার শার্দুল ঠাকুর। টিম ইন্ডিয়া লর্ড হিসেবে পরিচিত শার্দুল। আর বিয়ের আগেই ভাইরাল ভারতীয় তারকার নাচ।

মুম্বইতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শার্দুল ঠাকুরের বিয়ের অনুষ্ঠান। বর্তমানে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত থাকাই বাছাই করা লোকদের নিয়েই হচ্ছে শার্দুলের বিয়ের অনুষ্ঠানের। আর বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠানে জমিয়ে নাচকে দেখা গেল লর্ড শার্দুলকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে বলিউডের জনপ্রিয় গানের মিউজিকে মন খুলে নাচছেন। ভিডিয়োতে শার্দুলকে হলুদ কুর্তায় দেখা যায়। সঙ্গে রয়েছে পরিবারের কচি-কাচারা।

আরও পড়ুনঃ Lionel Messi: পিএসজি ছেড়ে কোন ক্লাবে যাচ্ছেন লিওনেল মেসি, ফাঁস হল রহস্য!

প্রসঙ্গত, শার্দুল ঠাকুরের দীর্ঘ দিনের সম্পর্ক মিতালি পারুলকরের সঙ্গে। তিনি বেকারি কোম্পানি চালান। দীর্ঘদিন ধরে মডেল হিসেবে কাজ করছেন তিনি। এ ছাড়া কয়েকটি বড় কোম্পানিতে সেক্রেটারি হিসেবেও কাজ করেছেন। ২০২১ সালে মিতালির সঙ্গে বাগদান সেরেছিলেন শার্দুল ঠাকুর। তারপর করোনার কারণে তাদের বিয়ে পিছিয়ে যায়। ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার জীবনের নতুন ইনিংস শুরু করবেন শার্দুল ঠাকুর ও মিতালি পারুলকর।

Published by:Sudip Paul
First published:

Tags: Dance, Indian Cricket Team, Marriage, Shardul Thakur