Indian Cricket Team: এশিয়া কাপের আগে প্রথা ভাঙছে ভারতীয় দল! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian Cricket Team: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় দলকে চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট দল তাদের অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর।
এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় দলকে চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট দল তাদের অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর। এই প্রতিযোগিতার জন্য সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১৫ সদস্যের দল ৪ সেপ্টেম্বর দুবাইয়ে একত্রিত হবে। এবার দলীয় ঐতিহ্য থেকে সরে এসে খেলোয়াড়দের নিজ নিজ শহর থেকে সরাসরি দুবাইয়ে পৌঁছাতে বলা হয়েছে। পূর্বে মুম্বই থেকে দলগতভাবে সফর করাই ছিল প্রচলিত রীতি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, এই সিদ্ধান্ত খেলোয়াড়দের যাতায়াতে সুবিধা দিতে এবং সময় বাঁচাতেই নেওয়া হয়েছে। যেহেতু অনেক আন্তর্জাতিক রুটে দুবাই পৌঁছাতে অপেক্ষাকৃত কম সময় লাগে, তাই খেলোয়াড়রা সরাসরি নিজেদের শহর থেকে রওনা হবেন। ৫ সেপ্টেম্বর থেকে দুবাইয়ের আইসিসি একাডেমিতে দলের প্রথম অনুশীলন সেশন অনুষ্ঠিত হবে।
ভারত তাদের প্রথম ম্যাচে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হবে। এরপর ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে লড়াই এবং ১৯ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। এই তিনটি ম্যাচের মাধ্যমে গ্রুপ পর্ব শেষ হবে এবং এরপর শুরু হবে সুপার ফোর পর্ব।
advertisement
advertisement
বর্তমানে দলে থাকা কিছু খেলোয়াড়, যেমন অর্শদীপ সিং, হর্ষিত রানা ও কুলদীপ যাদব দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে অংশ নিচ্ছেন। বোর্ড নিশ্চিত করেছে যে, স্ট্যান্ডবাই খেলোয়াড় প্রসিদ্ধ কৃষ্ণ ও ওয়াশিংটন সুন্দর মূল দলের সঙ্গে নেট বোলার হিসেবে সফর করবেন না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 7:37 PM IST