প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ বিশ্বকাপজয়ী ভারতের নারী ক্রিকেটারদের, দিলেন Namo লেখা জার্সি উপহার
- Published by:Rachana Majumder
- Reported by:Trending Desk
Last Updated:
বুধবার সন্ধ্যায় দিল্লিতে ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গেলেন হরমনপ্রীত কৌরেরা। নমো লেখা জার্সি উপহার দিলেন ভারতের বিশ্বকাপজয়ী মেয়েরা। সেই জার্সিতে বিশ্বজয়ী মেয়েদের সই রয়েছে। এ এক অবিস্মরণীয় মুহূর্ত।
নয়াদিল্লি: ভারতের মাটিতে সৃষ্টি হয়েছে ইতিহাস। দেশের মাটিতে প্রথমবার বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল। আক্ষরিক অর্থেই জগতসভায় শ্রেষ্ঠ আসন লাভ করেছে ভারত। জয়ী দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা-অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন। বুধবার সন্ধ্যায় দিল্লিতে ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গেলেন হরমনপ্রীত কৌরেরা। নমো লেখা জার্সি উপহার দিলেন ভারতের বিশ্বকাপজয়ী মেয়েরা। সেই জার্সিতে বিশ্বজয়ী মেয়েদের সই রয়েছে। এ এক অবিস্মরণীয় মুহূর্ত।
মোদির সঙ্গে সাক্ষাতের পরে ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাঁদের প্রতি মুহূর্তে উৎসাহ দিয়েছেন। প্রেরণা জুগিয়েছেন। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ ফাইনালে জয়ের জন্য ইতিম ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, খেলোয়াড়রা দুর্দান্ত দক্ষতা এবং আত্মবিশ্বাস প্রদর্শন করেছেন, পুরো টুর্নামেন্ট জুড়ে তাঁদের ব্যতিক্রমী দলগত কাজ এবং দৃঢ়তার প্রশংসা করেছেন তিনি। এটিকে ঐতিহাসিক জয় বলে অভিহিত করে তিনি বলেছেন যে এই জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলাধুলোয় আগ্রহী হতে অনুপ্রাণিত করবে।
advertisement
advertisement
advertisement
২০১৭ সালেও মোদির সঙ্গে দেখা করেছিলেন দীপ্তি। সেই সময়ে মোদি তাঁকে কঠিন পরিশ্রম করে সাফল্য পাওয়ার পরামর্শ দিয়েছিলেন। মঙ্গলবার ভারতীয় মহিলা দল নয়াদিল্লিতে পৌঁছয়। রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে পারেন ক্রিকেটাররা।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 06, 2025 12:35 PM IST

