Ind vs WI, 1st T20I: অভিষেকেই নজর কাড়লেন নবদীপ, ৯৫ রানে শেষ ওয়েস্ট ইন্ডিজ
Last Updated:
ওয়েস্ট ইন্ডিজ: ৯৫/৯ ( ২০ ওভার)
#ফ্লোরিডা: মার্কিন মুলুকে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হয়েছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর ৷ ফ্লোরিডায় শনিবার প্রথম টি টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারলেন না ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা ৷ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৫ রানই স্কোরবোর্ডে তুললেন পোলার্ডরা ৷
advertisement
Innings Break!
A three-wkt haul for Saini as #TeamIndia bowlers restrict West Indies to a total of 95/9 after 20 overs.#WIvIND pic.twitter.com/MMn9drOxh1 — BCCI (@BCCI) August 3, 2019
advertisement
অভিষেকেই এদিন বল হাতে নজর কাড়লেন দিল্লির নবাগত পেসার নবদীপ সাইনি ৷ ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নিতে সফল তিনি ৷ সাইনির ঝুলিতে পুরাণ, পোলার্ড এবং হেটমায়ারের উইকেট ৷ বাকি উইকেটগুলি নিজেদের মধ্যে ভাগাভাগি করেন নেন ভুবনেশ্বর (২টি) ওয়াশিংটন সুন্দর, খলিল আহমেদ, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা ৷ প্রত্যেকেই পান ১টি করে উইকেট ৷ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র বলার মতো রান কিয়েরন পোলার্ডের ৷ ৪৯ বলে ৪৯ রান করেন তিনি ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 03, 2019 9:37 PM IST