India vs South Africa: ডি ককের শতরান, দক্ষিণ আফ্রিকাকে ভাঙলেন কুলদীপ-প্রসিদ্ধ! ভাইজ্যাগে সিরিজ জিততে ভারতের চাই ২৭১

Last Updated:

ডি কক- ব্রিৎজকে জুটি যখন ভয়ঙ্কর হয়ে উঠছেন, তখনই ২৯ তম ওভারে প্রথমে ব্রিৎজকে (২৪) এবং তার পর ডি কক (১০৬)-কে ফেরান প্রসিদ্ধ৷

কুলদীপের চার উইকেট, শতরান ডি ককের৷
কুলদীপের চার উইকেট, শতরান ডি ককের৷
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ জয়ের জন্য ভারতের প্রয়োজন ২৭১ রান৷ বিশাখাপত্তনমে শেষ ম্যাচে টসে জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারতীয় অধিনায়ক কে এল রাহুল৷ শেষ পর্যন্ত কুলদীপ যাদব সহ ভারতীয় বোলারদের দাপটে তিনশোর অনেক আগে গুটিয়ে যায় প্রোটিয়াদের ব্যাটিং৷
ভারতের হয়ে সবথেকে সফল বোলার কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণ৷ তবে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেওয়ার মূল কৃতিত্ব প্রসিদ্ধের৷ চার উইকেট নিলেও দশ ওভার বল করে ৬৬ রান দিয়েছেন প্রসিদ্ধ৷ তবে একই ওভারে শতরান করা ডি কক এবং ব্রিৎজকে-কে ফিরিয়ে দিয়ে ভারতকে ম্যাচেও ফেরান তিনি৷ ১০ ওভার বল করে মাত্র ৪১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন কুলদীপ৷একটি করে উইকেট পান আর্শদীপ এবং জাদেজা৷
advertisement
ইনিংসের শুরু থেকে প্রোটিয়াদের চাপেই রেখেছিলেন ভারতীয় বোলাররা৷ ইনিংসের শুরুতেই ওপেনার রিকেলটনকে ফিরিয়ে দেন আর্শদীপ৷ প্রথম দশ ওভারে ১ উইকেট হারিয়ে ৪২ রান তোলে দক্ষিণ আফ্রিকা৷ যদিও দুরন্ত ছন্দে ব্যাট করছিলেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক৷ তিনি এবং অধিনায়ক তেম্বা বাভুমা মিলে দক্ষিণ আফ্রিকাকে বড় রানের দিকে এগিয়ে নিতে থাকেন৷ ২০ ওভারের আগেই স্কোরবোর্ডে একশো তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা৷ ব্যক্তিগত ৪৮ রানের মাথায় জাদেজার বলে আউট হন বাভুমা৷ অধিনায়ক ফিরে গেলেও আগের ম্যাচে ঝোড়ো ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার জয়ে অবদান রাখা ব্রিৎজকে ক্রিজে এসেই সাবলীল ব্যাটিং করছিলেন৷ ২৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলে ফেলে প্রোটিয়ারা৷ সেই সময় দক্ষিণ আফ্রিকা ভারতের সামনে ৩০০ রানের উপরে টার্গেট দেবে বলেই মনে হচ্ছিল৷
advertisement
advertisement
ডি কক- ব্রিৎজকে জুটি যখন ভয়ঙ্কর হয়ে উঠছেন, তখনই ২৯ তম ওভারে প্রথমে ব্রিৎজকে (২৪) এবং তার পর ডি কক (১০৬)-কে ফেরান প্রসিদ্ধ৷ এর পরেই কুলদীপের স্পিনের জালের সামনে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং৷ ২ উইকেট হারিয়ে ১৬৮ রানের থেকে পর পর উইকেট হারিয়ে ২৩৫ রান তুলতে গিয়ে ৩৮.৩ ওভারে সাত উইকেট হারিয়ে ২৩৫ রানে পৌঁছয় প্রোটিয়ারা৷ শেষ দিকে কেশব মহারাজ কিছুটা প্রতিরোধ গড়ে তোলায় ৪৭.৫ ওভারে ২৭০ রান তোলে দক্ষিণ আফ্রিকা৷
advertisement
টেস্ট সিরিজে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়া পর একদিনের সিরিজ জিতে কিছুটা সম্মান পুনরুদ্ধারের জন্য ভারতের চাই ২৭১ রান৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs South Africa: ডি ককের শতরান, দক্ষিণ আফ্রিকাকে ভাঙলেন কুলদীপ-প্রসিদ্ধ! ভাইজ্যাগে সিরিজ জিততে ভারতের চাই ২৭১
Next Article
advertisement
Purba Bardhaman News: লক্ষ লক্ষ টাকার ধান পুড়ে ছাই! দুর্ঘটনা না প্রতিশোধ, মেমারিতে ছড়াল আতঙ্ক
লক্ষ লক্ষ টাকার ধান পুড়ে ছাই! দুর্ঘটনা না প্রতিশোধ, মেমারিতে ছড়াল আতঙ্ক
  • মেমারির মহেশডাঙায় ধানের পালুইয়ে আগুন। দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ালো এলাকা।মেমারি থানার অধীনে মহেশডাঙা ক্যাম্প বাজার সংলগ্ন এলাকায় শনিবার সকালে বড়সড় আগুন লাগার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়াল।

VIEW MORE
advertisement
advertisement