দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হল না টিম ইন্ডিয়ার ৷ পাওয়ারপ্লে অর্থাৎ প্রথম ৬ ওভারের মধ্যেই ৩ উইকেট হারাল ভারত ৷ শাহিন শাহ আফ্রিদির আগুনে পেসের সামনে নড়বড়ে দেখিয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের ৷ রোহিত শর্মা (০), কেএল রাহুল (৩) এবং সূর্যকুমার যাদব আউট হন ১১ রান করে ৷ শাহিন আফ্রিদি ২টি উইকেট নেওয়ার পাশাপাশি ১টি উইকেট নেন হাসান আলি ৷ প্রথম ৬ ওভারের শেষে ৩৬ রানই স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় ভারত ৷
দুবাইয়ে টস জিতলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৷ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের (Pakistan have elected to bowl) ৷ ভারতীয় দলে এদিন চার জনকে খেলানো হচ্ছে না ৷ ইশান কিষান, রবীচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর এবং দীপক চাহারকে প্রথম একাদশের বাইরে রেখেই খেলতে নেমেছে ভারতীয় দল ৷
আজ, সানডে স্পেশাল ব্লকবাস্টার- ভারত বনাম পাকিস্তান আইসিসি টি২০ বিশ্বকাপের ম্যাচ (ICC T20 World Cup) ৷ যত কাজই থাকুক না কেন, সন্ধ্যায় টিভি খুলে ম্যাচ দেখতে বসে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা ৷ শুধু ভারত ও পাকিস্তান নয়, গোটা ক্রিকেটবিশ্বেরই চোখ আজকের এই হাইভোল্টেজ ম্যাচের দিকে (India vs Pakistan Match) ৷
ভারতীয় দলের প্রথম একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ
India: 1 KL Rahul 2 Rohit Sharma 3 Virat Kohli (capt) 4 Suryakumar Yadav 5 Rishabh Pant (wk) 6 Hardik Pandya 7 Ravindra Jadeja 8 Bhuvneshwar Kumar 9 Varun Chakravarthy 10 Mohammed Shami 11 Jasprit Bumrah
Pakistan: 1 Babar Azam (capt) 2 Mohammad Rizwan (wk) 3 Fakhar Zaman 4 Mohammad Hafeez 5 Shoaib Malik 6 Asif Ali 7 Shadab Khan 8 Imad Wasim 9 Hasan Ali 10 Haris Rauf 11 Shaheen Shah Afridi
এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। দুবাইয়ে আজ, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। এর আগে টি-২০ বিশ্বকাপে পাঁচ বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। সব ম্যাচই পাকিস্তানকে হারিয়েছে ভারত ৷ সেই রেকর্ড বজায় রাখতে মরিয়া বিরাট বাহিনী ৷ অন্যদিকে প্রথমবার ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে জয়ের স্বাদ নিতে নিজেদের ২০০ শতাংশ দিতে প্রস্তুত পাকিস্তানও ৷
ম্যাচের আগের দিনই ১২ জনের দল ঘোষণা করে দিয়েছিল পাকিস্তান (Pakistan announces 12-member squad for India clash) ৷ তা হল এই রকম-বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলি, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, হায়দার আলি (দ্বাদশ ব্যক্তি)
আজকের ম্যাচে যে পাঁচ পাক ক্রিকেটারদের দিকে সবার নজর থাকবে, তাঁরা হলেন, অধিনায়ক বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি এবং মহম্মদ হাফিজ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC T20 World Cup, T20 World Cup