Ravichandran Ashwin: বিশ্বকাপের আগে ওডিআই সিরিজে কেন দলে অশ্বিন? জবাব দিলেন রোহিত

Last Updated:

India vs Australia: বিশ্বকাপে নামার আগে অজিদের বিরুদ্ধে সিরিজ ভারতের শেষ প্রস্তুতি সিরিজ হতে চলেছে। সোমবার রাতে অজিদের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের দল ঘোষণা করে বিসিসিআই। আর সেই দল ঘোষণায় রয়েছে বড়সড় চমক।

রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিন
মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। সোমবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড দল ঘোষণা করে। অজিদের বিরুদ্ধে সিরিজের জন্য যে দল ঘোষণা হয়েছে তাতে সবথেকে বড় চমক রবিচন্দ্রন অশ্বিনকে ফেরানো। বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ প্রতিযোগিতামূলক সিরিজ। তার আগে অশ্বিনকে দলে ফেরানো মানে বিশ্বকাপের মূল দলে অশ্বিনকে নিয়ে ভাবনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
বিশ্বকাপের প্রাথমিক দলে কোনও ডান হাতি স্পিনার না রাখা নিয়ে কম জলঘোলা হয়নি। একাধিক প্রাক্তন ক্রিকেটার প্রশ্ন তুলেছিলেন দল নির্বাচন নিয়ে। দলে রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল দুই বাঁ হাতি ট্র্যাডিশনাল স্পিনার সঙ্গে চায়নাম্যান কুলদীপ যাদব। তিন বাঁ হাতি স্পিনার রয়েছে দলে। এশিয়া কাপে অক্ষর প্যাটেল চোট পাওয়ার পর অশ্বিনকে ফেরানোর দাবি আরও জোরদার হয়। অবশেষে ২০ মাস পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে কেন অশ্বিনকে ফেরানো হল তা নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা।
advertisement
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল গঠনের পর অশ্বিনকে নিয়ে প্রশ্নের উত্তরে রোহিত শর্মা বলেন,”অশ্বিন দেশের হয়ে টেস্ট ক্রিকেটে লাগাতার খেলেছে। ক্রিকেটের এই ফর্ম্যাটে দীর্ঘ দিন না নামলেও আমার ওকে নিয়ে খুব একটা চিন্তা নেই। ওর ফিটনেস কোন জায়গায় রয়েছে তা নিয়ে আমার সঙ্গে কথা হয়েছে। ওর অভিজ্ঞতা ও শরীরের থেকে মাথাটা বেশি চলে, ওটাই যথেষ্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ওকে দেখে নেওয়ার সুযোগ পাব।” ফলে রোহিতের কথা থেকেই স্পষ্ট অশ্বিনের উপর আস্থা রয়েছে দলের আর বিশ্বকাপের জন্য তিনি ভাবনায় রয়েছে।
advertisement
advertisement
advertisement
এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ওডিআই-এর জন্য ভারতের স্কোয়াড: কেএল রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আণইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ইশান কিশন, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, এবং প্রসিদ্ধ কৃষ্ণা।
এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই-এর জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর পটেল (ফিটনেসের উপর নির্ভর করছে), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ravichandran Ashwin: বিশ্বকাপের আগে ওডিআই সিরিজে কেন দলে অশ্বিন? জবাব দিলেন রোহিত
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement