IND vs AFG: খেলবেন না কোহলি, রোহিতের কামব্যাক, কেমন হবে প্রথম ১১, ভারত-আফগানিস্তান প্রথম টি-২০ ম্যাচের সব আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Afghanistan 1st T20 Match: ১১ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম আফগানিস্তান টি-২০ সিরিজ। টি-২০ বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ আন্তর্জাতিক টি-২০ সিরিজ। প্রথম একাদশ নিয়ে জোর জল্পনা।
মোহালি: টি-২০ বিশ্বকাপের আগে ভারতের শেষ আন্তর্জাতিক টি-২০ সিরিজ। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম আফগানিস্তান দ্বৈরথ। মোহালিতে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই দল। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও এই সিরিজ থেকেই টি-২০ বিশ্বকাপের ব্লু প্রিন্ট তৈরির কাজ শুরু করে দেবেন কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা। আর আইপিএলের পর হবে চূড়ান্ত দল গঠন।
ওডিআই বিশ্বকাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও দক্ষিণ আফ্রিকায় গিয়ে টি-২০ সিরিজ জিতেছে ভারত। তবে এই দুই সিরিজে দলের সিনিয়র ক্রিকেটাররা বিশ্রামে ছিলেন। টি-২০ বিশ্বকাপ জয়কে পাখির চোখ করে আফগানদের বিরুদ্ধে সিরিজ থেকে দেড় বছর পর দলে ফেরানো হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের। যদিও ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচে পাওয়া যাবে না বিরাটকে। তবে টি-২০-তে কামব্যাক করতে ও দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত রোহিত শর্মা।
advertisement
বিরাট-রোহিত দলের সঙ্গে থাকলেও, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, ঈশান কিশানদের মত তারকাদের দলে রাখা হয়নি। চোটের কারণে দলের বাইরে রয়েছে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া মহম্মদ শামি। তবে শামিকে টি-২০ ক্রিকেটে আর ভাবা হচ্ছে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফলে আফগানদের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জল্পনা।
advertisement
advertisement
এখনও পর্যন্ত যা খবর তাতে মনে করা হচ্ছে ভারতীয় দলের ইনিংসের শুরু করবেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। মিডল অর্ডারে খেলবেন শুভমান গিল, তিলক বর্মা, রিঙ্কু সিং। উইকেট কিপার হিসেবে সঞ্জু স্যামসনের খেলার সম্ভাবনা বেশি। তবে জিতেশ শর্মা ছন্দে থাকায় তাকেও খেলানো হতে পারে। অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন অক্ষর প্যাটেল। স্পেশালিস্ট স্পিনার হিসেব কুলদীপ যাদব। দলে তিন পেসার আবেশ খান, আর্শদীপ সিং ও মুকেশ কুমার।
advertisement
এক ঝলকে দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমন গিল, তিলক বর্মা, সঞ্জু স্যামসন/জিতেশ শর্মা (উইকেটকিপার), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আবেশ খান, আর্শদীপ সিং ও মুকেশ কুমার।
অন্যদিকে, ওডিআই বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করে সকলের নজর কেড়েছিলেন আফগানরা। হারিয়েছিল ৩টি বড় দলকে। টি-২০ ক্রিকেটে আরও ভয়ঙ্কর হয়ে ওঠার মত ক্ষমতা আফগান দলে রয়েছে। প্রথম ম্যাচে রাশিদ খানকে না পেলেও ভারতের বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তুত আফগানিস্তান।
advertisement
এক ঝলকে দেখে নিন আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান (ক্যাপ্টেন), আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, মহম্মদ নবি, গুলবদিন নায়েব/করিম জানাত, মুজিব উর রহমান, কাইস আহমেদ, নবীন উল হক ও ফজলহক ফারুকি।
আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ভারতীয় দল থেকে বাদ ৫ মহাতারকা! টিম ইন্ডিয়া দিতে পারে মহাচমক
advertisement
ভারত-আফগান ম্যাচে সবথেকে বড় বাধা হতে চলেছে মোহালির ঠাণ্ডা, ঘন কুয়াশা ও শিশির বৃষ্টি। তবে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম বলেই জানা যাচ্ছে। পিচ থেকে পেসার বাড়তি সাহায্য পাবে। টস জিতে রান তাড়া করাই হবে বুদ্ধিমানের সিদ্ধান্ত। ঘরের মাঠে ভারতকেই এই ম্যাচে হট ফেভারিট মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2024 9:02 AM IST