বিরাট- ঋতুরাজের জোড়া শতরান, অধিনায়ক রাহুলের ঝোড়ো ৫০! রায়পুরে রানের পাহাড়ে ভারত

Last Updated:

বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কোয়াড়ের 'ডাবল' সেঞ্চুরির উপর ভর করে ৫০ ওভার শেষে ৩৫৮ রানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংস শেষ করে ভারত। রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড় এবং বিরাট কোহলি দুজনেই শতরান করেন। ফলে প্রোটিয়াদের বিষাক্ত বোলিং আক্রমণ কিছুটা হলেও ভোঁতা করে দেন ভারতীয় এই দুই ব্যাটার।

ঋতুরাজ থেকে কোহলি আর কে এল রাহুলের মারকুটে ব্যাটিংয়ে বড় রান ভারতের
ঋতুরাজ থেকে কোহলি আর কে এল রাহুলের মারকুটে ব্যাটিংয়ে বড় রান ভারতের
রায়পুর: বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কোয়াড়ের ‘ডাবল’ সেঞ্চুরির উপর ভর করে ৫০ ওভার শেষে ৩৫৮ রানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংস শেষ করে ভারত। রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড় এবং বিরাট কোহলি দুজনেই শতরান করেন। ফলে প্রোটিয়াদের বিষাক্ত বোলিং আক্রমণ কিছুটা হলেও ভোঁতা করে দেন ভারতীয় এই দুই ব্যাটার।
একইভাবে ব্যাট করতে নেমে নিজের কেরিয়ারে দ্রুততম অর্ধশতরান করেন কে এল রাহুল। ৪৩ বলে ৬৬ রানের মারকুটে ব্যাটিংয়ে নিজের অন্যতম সেরা ইনিংস খেলেন কে এল রাহুলও। এছাড়াও ২৭ বলে ২৪ রান করেন অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা।
রাঁচির পরে নিজের অনবদ্য ক্রিকেট শৈলীর নজির গড়েন কিং কোহলি।
advertisement
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে এদিনও দেখা মেলে ‘বিরাট’ দাপট। বিরাটের চওড়া ব্যাটে এল আরও একটা শতরান। একদিনের ক্রিকেটে ৫৩তম শতরান নিজের নামে করলেন তিনি। ৯০ বলে ১০০ রান করলেন তিনি।
advertisement
একইসঙ্গে এই ম্যাচে নিজের জাত চেনালেন তিন নম্বরে নামা ঋতুরাজ গায়কোয়াড়। মাত্র ৭৭ বলে নিজের শতরান পূর্ণ করেন তিনি। সেঞ্চুরি থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি।
এই ম্যাচে রান পাননি হিটম্যান। বার্গারের বলে ডিককের হাতে ক্যাচ জমা দিয়ে সাজ ঘরে ফেরেন তিনি। আগের ম্যাচে ৫০ করলেও। এই ম্যাচে মাত্র ১৪ রান করেন তিনি।
advertisement
অন্যদিকে, রান পাননি অপর এক ওপেনার যশস্বী জয়সওয়ালও। জানসেনের বলে মারতে গিয়ে ২২ রানে আউট হন এই তরুণ ব্যাটার।
এরপরেই ক্রিজে আসেন বিরাট এবং ঋতুরাজ। দুজনের সাবলীল ক্রিকেটে বড় রানের দিকে এগোতে থাকে ভারত। ১০৫ রানে থামে ঋতুরাজের ব্যাট। অন্যদিকে, ১০২ রানে সাজঘরে ফেরেন বিরাট। এরপরে কেএল রাহুলের বিধ্বংসী ইনিংসের উপর ভর করেই রানের পাহাড়ে পৌঁছয় টিম ইন্ডিয়া।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিরাট- ঋতুরাজের জোড়া শতরান, অধিনায়ক রাহুলের ঝোড়ো ৫০! রায়পুরে রানের পাহাড়ে ভারত
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
  • ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে

  • কতটা নামবে পারদ?

  • সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
advertisement