গত ২১ বছরে সেরা ফিফা র‌্যাঙ্কিং ভারতের !

Last Updated:

এক লাফে র‌্যাঙ্কিংয়ে অনেকটাই উপরে উঠে গেল স্টিফেন কনস্টানটাইনের দল ৷

#নয়াদিল্লি: ধীরে ধীরে যেন সুদিন ফিরছে ভারতীয় ফুটবলের ৷ এক লাফে র‌্যাঙ্কিংয়ে অনেকটাই উপরে উঠে গেল স্টিফেন কনস্টানটাইনের দল ৷ গত মাসেই ১০১-এ ওঠার পর এবার আরও একধাপ উপরে উঠে সাম্প্রতিককালে নিজেদের সেরা র‌্যাঙ্কিং (১০০)-তে পৌঁছে গেল মেন ইন ব্লু’রা ৷ ভারতের এই উত্থানের পিছনে রয়েছে আফ্রিকার দেশ মালাউই-এর পতন ৷ তারা ৪২ ধাপ নীচে নেমে গিয়েছে ৷ যা সুনীল ছেত্রীদের জন্য আশীর্বাদ হিসেবেই ধরা হচ্ছে ৷ ২১ বছর পর ভারত নিজেদের সেরা ফিফা র‌্যাঙ্কিংয়ে পৌঁছে গেল। ভারতের সঙ্গে এই একই স্থানে এখন রয়েছে এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও নিকারাগুয়া।
ভারতের মূল সমস্যা হল অত্যন্ত কম পরিমাণে আন্তর্জাতিক ম্যাচ খেলা ৷ এর জন্য অনেকসময়েই  র‌্যাঙ্কিং-এ অবনতি হয় ৷ অতীতে বহুবার এই বিষয়টা দেখা গিয়েছে ৷ যদিও গত মাসে একটাও ফিফা আন্তর্জাতিক ম্যাচ খেলেনি মেন ইন ব্লু’র ৷ তাতেও উন্নতি হয়েছে ফিফা র‌্যাঙ্কিং-এ ৷ এর আগে ভারতের সেরা র‌্যাঙ্কিং ছিল ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ৷ ভারত পৌঁছে গিয়েছিল ৯৬-এ ৷ এভাবে চলতে থাকলে নিজেদের সেই রেকর্ডকেও ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা এখন রয়েছে কনস্ট্যানটাইনের দলের ৷ সামনেই রয়েছে এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচ ৷ সেখানে ভাল ফল করতে পারলেন নিঃসন্দেহে ফিফা র‌্যাঙ্কিং-এ আরও উন্নতি হবে ভারতের ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গত ২১ বছরে সেরা ফিফা র‌্যাঙ্কিং ভারতের !
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement