Ind vs WI: তৃতীয় টি টোয়েন্টি জিততে মরিয়া ভারতীয় ক্রিকেট দল, জানুন Toss Update

Last Updated:

Ind vs WI:এদিনের ম্যাচে অভিষেক হতে চলেছে তরুণ আবেশ খানের৷এদিন টসে জিতে ওয়েস্টইন্ডিজ অধিনায়ক প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল ৷

Ind vs WI: toss update of 3rd t20 in eden gardens with weather update
Ind vs WI: toss update of 3rd t20 in eden gardens with weather update
#কলকাতা: ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) তৃতীয় টি টোয়েন্টিতে (3rd T20) ইডেন গার্ডেন্সে হল মহা গুরুত্বপূর্ণ টস (Toss Update)৷ ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই দুটি টি টোয়েন্টি (T20) জিতে সিরিজ ২-০ জিতে নিয়েছে৷ সেই অবস্থায় বৃষ্টির ভ্রূকূটি থাকা ম্যাচেও টস (Toss Update) গুরুত্বপূর্ণ৷ এদিন টসে জিতে  ওয়েস্টইন্ডিজ অধিনায়ক  প্রথমে ফিল্ডিংয়ের  সিদ্ধান্ত নিল  ৷
ইডেন গার্ডেন্সের পিচ ব্যাটসম্যানদের সহায়ক৷ স্পিনাররা পিচ থেকে ভাল সহায়তা পাবেন৷ এই পিচে গড় প্রথম ইনিংসের রান ১৫২ -র আশেপাশে, আর দ্বিতীয় ইনিংসে সেই রান ওঠে ১৩৩ -র মতো৷ এই ম্যাচে টস জিতলে বিপক্ষকে ব্যাট করতে দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর৷  এদিনের ম্যাচে অভিষেক হতে চলেছে তরুণ আবেশ খানের৷
advertisement
আকাশ আংশিক মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত (Thunderstorm) (Rain)৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) তৃতীয় টি টোয়েন্টিতে (T20) ভিলেন হতেই পারে বৃষ্টি (Rain) ৷ ম্যাচ চলাকালীন কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens ) বৃষ্টির সম্ভবনা প্রায় ৫০ শতাংশ৷ আর বৃষ্টির পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনাও থাকছে৷  যার জেরে প্রভাব পড়তে পারে ম্যাচে৷ ওয়েদার আপডেট (Weather Update) অনুযায়ি ম্যাচ শুরুর আগেও থাকছে বৃষ্টির সম্ভবনা তাছাড়া ম্যাচ চলাকালীনও হতেই পারে বৃষ্টি৷
advertisement
advertisement
দিনের বেলায় আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৬৯ শতাংশ , আর রাতে সেই আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs WI: তৃতীয় টি টোয়েন্টি জিততে মরিয়া ভারতীয় ক্রিকেট দল, জানুন Toss Update
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement