Vamika: লুকোছাপার দিন শেষ, এবার ভামিকাকে কোলে নিয়ে ব্যালকনিতে ক্যামেরার সামনে অনুষ্কা, ভাইরাল ভিডিও

Last Updated:

Vamika: কার মতো দেখতে ভামিকা, প্রথমবার ক্যামেরার সামনে আসতেই চাঞ্চল্য!এক মাথা চুল , একেবারে মিষ্টত্ব ভরপুর বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মার (Anushka Sharma) খুদের৷ ভামিকাকে এক ঝলক দেখতে পেয়ে একেবারে খুশি সকলে৷ মুহূর্তে ভাইরাল (Viral) ভামিকার (Vamika) ছবি ও ভিডিও ক্লিপটি৷

Anushka Sharma comes in balcony with lillte Vamika on her lap- Photo Courtesy- Twitter
Anushka Sharma comes in balcony with lillte Vamika on her lap- Photo Courtesy- Twitter
#কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার (Anushka Sharma) মেয়ে কেমন দেখতে তা নিয়ে বছর খানেকের বেশি ধরে মানুষের মনে প্রচুর প্রশ্ন৷ বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা  (Anushka Sharma) ভামিকার (Vamika) জন্মের পর থেকে সকলের কাছ থেকে একটু প্রাইভেসি বলেছিলেন ভামিকা -র ছবি তাঁরা না চাওয়া অবধি যেন সংবাদমাধ্যমে না আসে বা পাবলিক না হয়৷ বিরাট  (Virat Kohli)  এবং অনুষ্কার (Anushka Sharma) এই চাওয়া প্রায় এক বছর অবধি রক্ষিত হলেও দিনকয়েক আগে আর পাপারাৎজিরা নিজেদের অনুশাসনের ওপরে কোনও কন্ট্রোল না রেখে খুদে শিশুর ছবিটি সর্বসমক্ষে এনে দেয়৷ এবার আর কোনও লুকিয়ে তোলা ফ্রেম নয় ...ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন কন্যা ভামিকাকে (Vamika) কোলে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন অনুষ্কা শর্মা৷ আর কোনও লুকোছাপা নয় ক্যামেরার লেন্সে বিরাট -অনুষ্কার এক বছরের মেয়ে একেবারে সামনাসামনি৷ ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও (Viral Video)৷
এক মাথা চুল , একেবারে মিষ্টত্ব ভরপুর বিরাট কোহলি  (Virat Kohli) এবং অনুষ্কা শর্মার (Anushka Sharma) খুদের৷ ভামিকাকে এক ঝলক দেখতে পেয়ে একেবারে খুশি সকলে৷ মুহূর্তে ভাইরাল (Viral) ভামিকার (Vamika) ছবি ও ভিডিও ক্লিপটি৷
advertisement
advertisement
একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার হয়েছে ভামিকার (Vamika) ভিডিও ও ফটো৷
advertisement
advertisement
বিরাট (Virat Kohli)  ও অনুষ্কা (Anushka Sharma) সব সময়ই মেয়ের মুখ লুকিয়ে রেখেছেন। ১১ জানুয়ারি ভামিকার প্রথম জন্মদিন। কিন্তু এখনও পর্যন্ত তার কোনও ছবিই কোথাও প্রকাশ করা হয়নি। বিরাট এবং অনুষ্কারর সোশ্যাল মিডিয়া পোস্টে কখনও ভামিকাকে (Vamika) দেখানো হয়নি। কিন্তু ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) তৃতীয় একদিনের ম্যাচে নিজেদের করা নিয়ম নিজেরাই ভাঙলেন বিরুষ্কা৷ সামনে নিয়ে এলেন ভামিকাকে (Vamika)৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে ভক্তদের মেয়ের জন্মের কথা জানিয়েছিলেন বিরাট নিজেই। এই পোস্টে তিনি শুধু ক্যাপশন লিখেছিলেন, মেয়ের মুখ দেখাননি। তিনি লিখেছিলেন, "আজ বিকেলে আমাদের একটি মেয়ে হয়েছে৷ আমরা আপনাদের ভালবাসা এবং শুভ কামনার জন্য কৃতজ্ঞ৷ এমন একটি সুসংবাদ আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত।''
advertisement
অনুষ্কা এবং আমাদের মেয়ে দুজনেই ভালো করছেন এবং আমরা ভাগ্যবান যে আমরা এই জীবনের এই অধ্যায়টি অনুভব করতে পেরেছি। আমরা জানি আপনি বুঝতে পারবেন যে এই সময়ে প্রত্যেকেরই কিছুটা গোপনীয়তা প্রয়োজন।"
বাংলা খবর/ খবর/খেলা/
Vamika: লুকোছাপার দিন শেষ, এবার ভামিকাকে কোলে নিয়ে ব্যালকনিতে ক্যামেরার সামনে অনুষ্কা, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement