Rishabh Pant: 'স্টুপিড' বলার বদলা! কেন গাভাসকরের অনুরোধ রাখলেন না পন্থ? কী জানালেন তিনি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rishabh Pant: ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টে উভয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করে নজির গড়েছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডে টেস্ট ম্যাচে উভয় ইনিংসে শতরান করা প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টে উভয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করে নজির গড়েছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডে টেস্ট ম্যাচে উভয় ইনিংসে শতরান করা প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। পন্থের প্রথম ইনিংসের থেকেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ছিল অনেক বেশি দৃঢ়, আগ্রাসী ও আত্মবিশ্বাসী। তাঁর ইনিংস দুইবারই ভারতকে বিপদ থেকে টেনে বের করে এনে ম্যাচে আধিপত্য বিস্তার করতে সাহায্য করেছে।
ভারত প্রথম ইনিংসে ৪৭১ রান তোলে, যেখানে ঋষভ পন্থের শতরান ছিল অন্যতম মূল স্তম্ভ। জবাবে ইংল্যান্ড দলও পাল্টা লড়াই করে ৪৬৫ রানে অলআউট হয় এবং ভারত মাত্র ৬ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে ভারত শুরুতে কিছু উইকেট হারালেও, কেএল রাহুল ও ঋষভ পন্থের জোড়া সেঞ্চুরিতে ভারত ম্যাচে দারুণভাবে ফিরতে সক্ষম হয়। পন্থের এই ইনিংস ভারতকে ৩০০ রানেরও বেশি লিড এনে দেয়, যা চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ।
advertisement
চতুর্থ দিনে অধিনায়ক শুভমান গিল আউট হওয়ার পর পন্থ যখন ক্রিজে আসেন, তখন চাপের মধ্যে ছিল দল। কিন্তু সেটিকে উপেক্ষা করে তিনি দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে থাকেন ও দ্বিতীয় সেঞ্চুরিটি পূর্ণ করেন। সেঞ্চুরির পর উপস্থিত দর্শক ও ধারাভাষ্যকাররা তাঁর উদযাপনের অপেক্ষায় ছিলেন। কারণ প্রথম ইনিংসের শতরানের পর মাঠেই সামারসল্ট সেলিব্রেশন করেছিলেন পন্থ।
advertisement
advertisement
প্রথম ইনিংসের সেঞ্চুরির পর তাঁর উদযাপন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হলেও, দ্বিতীয় ইনিংসে আর সেই দৃশ্য দেখা যায়নি। স্টেডিয়ামে উপস্থিত প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার বারবার পন্তকে উদযাপন করতে বলেন, কিন্তু পন্ত তা স্থগিত রাখেন। প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর স্টেডিয়ামের থেকে বারবার ইশারা করেও তাঁকে উদযাপন করাতে পারেননি। পন্থ ইশারায় বুঝিয়ে দেন পরে তা করে দেখাবেন। পন্ত মুচকি হেসে উত্তর দেন, “এখন না, পরে করব। এখনই করব না।”
advertisement
Turn your critic into fan
When pant got out in australia gavaskar said
Stupid
Stupid
Stupid
Now here in England begging for flipk celebration but pant denied 🤣🤣🤣🤣🤣🤣🤣#INDvsENG2025
Sunil Gavaskar
KL Rahul
Rishabh Pant#INDvsENGTest 9th Test pic.twitter.com/2HEb5rA9E4— RAVI YADAV (@ravihappy935) June 23, 2025
advertisement
উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হওয়ায় পন্তের সমালোচনা করেছিলেন গাভাস্কার। তাঁকে “স্টুপিড” বলেও আখ্যায়িত করেছিলেন তিনি। কিন্তু লিডস টেস্টে নিজের ব্যাটিং দিয়ে ঋষভ পন্ত যেন সেই সমালোচনারই জবাব দেন এবং প্রমাণ করলেন যে তিনি ভারতীয় টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ। পন্থের ইনিংসের ভূয়সী প্রশংসা করেছেন সানিও।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 23, 2025 10:58 PM IST