IND vs ENG: ইডেনে ভারতের একাদশে বড় চমক দেবেন গম্ভীর! কারা পাচ্ছে দলে সুযোগ?

Last Updated:

India vs England 1st T20: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি টিম ইন্ডিয়া। বুধবার ইডেনে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জস বাটলারের দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি সূর্যকুমার যাদবের তরুণ টিম ইন্ডিয়া।

News18
News18
কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি টিম ইন্ডিয়া। বুধবার ইডেনে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জস বাটলারের দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি সূর্যকুমার যাদবের তরুণ টিম ইন্ডিয়া। দলের বেশি সিনিয়র ক্রিকেটার না থাকলেও ১৪ মাস পর এই ম্যাচ থেকেই ভারতীয় দলে চোট সারিয়ে কামব্যাক করছেন মহম্মদ শামি। ফলে ঘরের মাঠে শামিকে ঘিরে স্বাভাবিকভাবেই উন্মাদনা রয়েছে। বিগত সিরিজের ব্যর্থতা ভুলে সম্পূর্ণ ‘ফ্রেস স্টার্ট’ করতে তৈরি টিম ইন্ডিয়া।
ভারত শেষ টি২০ সিরিজ সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিল, যা দল ৩-১ ব্যবধানে জিতেছিল। অন্যদিকে, ইংল্যান্ড শেষ টি২০ সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিল, যেখানে দল ৩-১ ব্যবধানে জয় লাভ করেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পূর্ণ শক্তির দল নিয়েই ভারত সফরে এসেছে ব্রিটিশরা। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ ও একদিনের সিরিজের দলের সঙ্গে খুব একটা পার্থক্য ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। ভারতে ভালো পারফর্ম করেই আইসিসি প্রতিযোগিতায় নামার লক্ষ্য বাটলারদের। হাড্ডাহাড্ডি সিরিজ দেখার অপেক্ষায় ফ্যানেরাও।
advertisement
পিচ রিপোর্ট: ইডেন গার্ডেন্সের পিচে ব্যাটসম্যানদের বেশি সাহায্য মেলে। শিশির ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই স্টেডিয়ামে খেলা হয়েছে এমন ১২ টি২০ আন্তর্জাতিক ম্যাচের মধ্যে পাঁচবার প্রথমে ব্যাটিং করা দল ম্যাচ জিতেছে, অন্যদিকে চেজ করা দল সাতটি ম্যাচ জিতেছে। তাই এখানে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত সঠিক হতে পারে।
advertisement
advertisement
এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।
advertisement
এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ইডেনে ভারতের একাদশে বড় চমক দেবেন গম্ভীর! কারা পাচ্ছে দলে সুযোগ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement