Ind vs Eng T20: দুরন্ত রবি-হর্ষিত-বরুণ, আগুনে বোলিংয়ে শিরদাঁড়া ভেঙে দিল ইংল্যান্ড ব্যাটিংয়ের, ম্যাচ-সিরিজ ভারতের

Last Updated:

Ind vs Eng T20: চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ জিতল ১৫ রানে ৷ এর ফলে সিরিজ হল ৩-১৷

ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ Photo- AP
ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ Photo- AP
Ind vs Eng T20: পুনেতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা নিয়ে নেমেছিল ইংল্যান্ড৷ শুরুটা তারা জবরদস্ত করলেও পরের দিকে ভারতীয় বোলারদের শানদার বোলিংয়ে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ জিতল ১৫ রানে ৷ এর ফলে সিরিজ হল ৩-১৷ এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুড়ে নিল টিম ইন্ডিয়া৷  হর্ষিত রানা ও রবি বিষ্ণোই-র ৩ টি করে উইকেট এবং বরুণ চক্রবর্তী ২-উইকেটের সৌজন্যে ম্যাচ জিতল ভারত৷
প্রথম দুটি টি টোয়েন্টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার পর ভারত তৃতীয় টি টোয়েন্টি খোয়ায়৷ পুনের চতুর্থ টি টোয়েন্টিতেও টপ অর্ডার ফের একবার ভয় দেখাল৷ শুক্রবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জস বাটলারের ইংল্যান্ড৷ এদিন ২০ ওভারে ৯ উইকেটে ১৮১ রান করে ভারত৷ সৌজন্যে মিডল অর্ডার জুটি শিভম দুবে-হার্দিক পান্ডিয়া৷
এদিন প্রথমেই সঞ্জু স্যামসনের উইকেট তুলে নেন মাহমুদ। অভিষেক শর্মা লড়াই করে ’৯ রান করলেও তাঁর উল্টো এন্ডে শুরু হয় আয়ারাম-গয়ারামের খেলা। তিলক ভর্মা, সূর্যকুমার যাদব ০ করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন। দুটি উইকেটই তুলে নেন মাহমুদ।
advertisement
advertisement
রিঙ্কু সিং ২৬ বলে ৩০ করে যখন আশা দেখাচ্ছিলেন তখনই তিনিও আউট হয়ে যান৷ রিঙ্কুর আউটের সময় স্কোরবোর্ড দেখাচ্ছিল ৫উইকেটে ৭৯ রান৷ এরপর অবশ্য ব্যাটিং বিপর্যয়ের বিষয়টিকে লজ্জার দিকে যেতে দেননি শিভম দুবে ও হার্দিক পান্ডিয়া৷
advertisement
৩০ বলে ৫৩ করে আউট হন হার্দিক পান্ডিয়া৷ তিনি ৪ টি চার ও ৪ টি ছক্কা মারেন৷ তাঁকে আউট করেন ওভারটন৷ এছাড়া শিভম দুবে ৩৪ বলে ৫৪ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৭ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ তিনি রানআউট হন৷
এঁদের ঝোড়ো ব্যাটিংয়ের সাহায্যে ৯ উইকেটে ২০ ওভারে ১৮১ রান তোলে ভারত৷ ইংল্যান্ডের হয়ে মাহমুদ ৩ টি ও জেমি ওভারটন ২ টি উইকেট নেন৷
advertisement
জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ফিল সল্ট ও বেন ডাকেট জুটি ভালই শুরু করে৷ ৬২ রানের পার্টনারশিপ হয় প্রথম উইকেটে৷ রবি বিষ্ণোই বেন ডাকেটের উইকেট তুলে নিয়ে প্রথম ধাক্কাটা দেন৷
এরপর ঝটপট প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক জস বাটলার৷ তাঁর অবদান ২৷ বরুণ চক্রবর্তীর শিকার হওয়ার আগে হ্যারি ব্রুক করেন ৫১ রান৷ ইংল্যান্ডের হয়ে তিনিই সর্বোচ্চ রান করেন৷ এরপর সকলেই আয়ারাম-গয়ারাম৷ জেমি ওভারটন খালি ২ অঙ্কের রানে পৌঁছন৷
advertisement
ভারতের হয়ে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, রবি বিষ্ণোই দারুণ বোলিং করেন৷ এঁদের বোলিংয়ের সুবাদেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল ভারত৷ এদিন ১৯.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড৷ ফলে ১৫ রানে ম্যাচ ও ৩-১ সিরিজ জিতল ভারত৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng T20: দুরন্ত রবি-হর্ষিত-বরুণ, আগুনে বোলিংয়ে শিরদাঁড়া ভেঙে দিল ইংল্যান্ড ব্যাটিংয়ের, ম্যাচ-সিরিজ ভারতের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement