IND vs ENG: হয়ে গেল দ্বিতীয় টি-২০ ম্যাচের দল ঘোষণা! একাদশে হল বড় বদল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 2nd T20: শনিবার চেন্নাইতে সিরিজের দ্বিতীয় ম্যাচে একদিকে ২-০ লিড নেওয়ার সুযোগ সূর্যকুমার যাদবের দলের সামনে। অপরদিকে, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে কামব্যাক করতে মরিয়া জস বাটলারের ইংল্যান্ড।
চেন্নাই: জয় দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু করেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে একতরফা জয় পেয়েছে টিম ইন্ডিয়া। শনিবার চেন্নাইতে সিরিজের দ্বিতীয় ম্যাচে একদিকে ২-০ লিড নেওয়ার সুযোগ সূর্যকুমার যাদবের দলের সামনে। অপরদিকে, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে কামব্যাক করতে মরিয়া জস বাটলারের ইংল্যান্ড।
চেন্নাইতে দ্বিতীয় ম্যাচের আগে বড় চমক দিল ইংল্যান্ড। মাইন্ড গেমে ভারতকে চাপে রাখতে ম্যাচের আগের দিন শুক্রবারই দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। আগ্রাসী ক্রিকেট খেলতে অভ্যস্ত ইংল্যান্ড। তাদের বাজবল ক্রিকেট নিয়ে বিশ্ব জুড়ে আলোচনা হয়। এবার সেই আগ্রাসন দেখা গেল টি-২০ ক্রিকেটের দল ঘোষণার ক্ষেত্রেও।
সাধারণত ক্রিকেটের সবথেকে ছোট ফরম্যাটে ম্যাচের আগের দিন দল ঘোষণা করতে দেখা যায় না কোনও দেশকে। টেস্ট ও ওডিআই ক্রিকেটে এমনটা বহুবার হয়েছে। চেন্নাইতে দ্বিতীয় টি-২০ ম্যাচের একাদশে একটি বদল করেছে ইংল্যান্ড। গাস অ্যাক্টিনসনের পরিবর্তে প্রথম একাদশে আসছেন ব্রাইডন কার্স। প্রথম ম্যাচে ২ ওভার বোলিং করে ৩৮ রান দিয়েছিলেন আটকিনসন। তাই বোলিং লাইনে পরিবর্তন করে আটকিনসনের পরিবর্তে ব্রাইডন কার্সকে দলে নিয়েছেন ব্র্যান্ডন ম্যাকালাম।
advertisement
advertisement
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডের প্রথম একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2025 10:02 AM IST