IND vs AUS: পিঙ্ক বল টেস্টে টস জিতল ভারত, প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের, দলে ৩ বড় বদল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 2nd Test Rohit Sharma Won Toss Decided To Bat First: অ্যাডিলেডে দিন-রাতের পিঙ্ক বল টেস্টে টস ভাগ্য সাথ দিল ভারতের। ম্য়াচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।
অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার মাটিতে পারথ টেস্ট জিতে দুরন্ত শুরু করেছিল ভারতীয় দল। প্রথম টেস্টে অজিদের গঢ় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর এবার টিম ইন্ডিয়ার মিশন অ্যাডিলেড। গতবার এ মাঠেই দিন-রাতের টেস্টে ৩৬-এ অলআউট হয়েছিল ভারত। সেই হিসেব চুকিয়ে দেওয়ার লক্ষ্যে ভারত। অপরদিকে, প্রথম টেস্টের হার থেকে শিক্ষা নিয়ে কামব্যাক করতে মরিয়া ব্যাগি গ্রিনরা।
অ্যাডিলেডে দিন-রাতের পিঙ্ক বল টেস্টে টস ভাগ্য সাথ দিল ভারতের। ম্য়াচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। প্রথম ইনিংসে বড় রান করে প্রতিপক্ষকে চাপে রাখতেই এহেন সিদ্ধান্ত। এছাড়া পরের দিকে উইকেটে স্পিনাররাও সাহায্য পেতে পারে। দ্বিতীয় টেস্টে দলে মোট ৩টি পরিবর্তন হয়েছে। দেবদূত পাড়িক্কল, ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে এসেছেন রোহিত শর্মা, শুভমান গিল ও রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়া ম্যাচের একদিন আগেই জানিয়ে দিয়েছিল তাদের প্রথম একাদশ।
advertisement
এক ঝলকে দেখে নিন ভারতের প্রথম একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি , রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা।
advertisement
advertisement
এক ঝলকে দেখে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), ন্যাথান লিয়ন, স্কট বোল্যান্ড।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2024 9:14 AM IST