বাংলা ফুটবলে অভিনব উদ্যোগ, গোল লাইন টেকনোলজি 'আর্ট' এর পথ চলা শুরু
- Published by:Suman Majumder
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
ART by IFA- বাংলা ফুটবলের উন্নতিতে অভিনব উদ্যোগ নিল আইএফএ। বিশ্ব ফুটবলের মত বিশেষ টেকনোলজি এবার বাংলার ফুটবলে। ফুটবল মাঠে গোল নিয়ে বিতর্ক রুখতে গোল লাইন টেকনোলজি নিয়ে আসতে চলেছে আইএফএ।
কলকাতা : বাংলা ফুটবলের উন্নতিতে অভিনব উদ্যোগ নিল আইএফএ। বিশ্ব ফুটবলের মতো বিশেষ টেকনোলজি এবার বাংলার ফুটবলে।
ফুটবল মাঠে গোল নিয়ে বিতর্ক রুখতে গোল লাইন টেকনোলজি নিয়ে আসতে চলেছে আইএফএ। যাদবপুর বিশ্ববদ্যালয়ের সহায়তায় এই গোল লাইন টেকনোলজি কলকাতা সুপার সিক্সে চালু করতে চলেছে আইএফএ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদাধিকারীদের এবং গবেষকদের নিয়ে এই গোল লাইন টেকনোলজিকে কলকাতা লিগে চালু করার কথা ঘোষনা করল আইএফএ। এই গোল লাইন টেকনোলজির পোষাকি নাম “আর্ট” অর্থাৎ অ্যাডভান্স রেফারিং টেকনোলজি।
advertisement
advertisement
আরও পড়ুন- অঘটনের ইউএস ওপেন! আলকারাজের পর বিদায় নিলেন জোকোভিচও
উন্নতমানের চারটে ক্যামেরার মাধ্যমে এই “আর্ট” কে প্রয়োগ করার ব্যবস্থা করা হচ্ছে। আপাতত গোলের ক্ষেত্রে গোল লইন টেকনোলজি ব্যবহার করা হলেও পরবর্তী পর্যায়ে ফুটবল মাঠের বাকি সিদ্ধান্তে প্রশ্ন উঠলে রেফারিরা এই প্রযুক্তির ব্যবহার করতে পারবেন। ফলে
অফসাইড,পেনাল্টির সিদ্ধান্তে বিতর্ক যথা সম্ভব এড়ানো যাবে বলে মনে করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত এবং অন্যান্য অধ্যাপক ও এই প্রযুক্তি রূপায়নে অংশ নেওয়া ব্যক্তিরাও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।
advertisement
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে স্বল্পমূল্যে এই প্রযুক্তি তৈরি। আইএফএ সচিব জানিয়েছেন যেহেতু এই প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত ক্যামেরা ও অন্যান্য সামগ্রী সহজে বহনযোগ্য তাই যেকোনও মাঠে নিয়ে যাওয়া সম্ভব। সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবলে ভার প্রযুক্তি ব্যবহারের দাবি উঠেছে। ক্লাবগুলো রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে সরব।
আরও পড়ুন- নিজেদের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরির ভাবনা মোহনবাগানের,জেতার ভাবনা নর্থ ইস্টের
কোচেরাও রেফারির সমালোচনা করেন। কিন্তু ভার প্রযুক্তির প্রয়োগের খরচ প্রচুর। এআইএফএফ এই ভার প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা সাজাচ্ছে। কিন্তু আইএফএ দেশীয় প্রযুক্তিতে সেরা বিশ্ববিদ্যালয়ের মেধাকে কাজে লাগিয়ে গোল লাইন প্রযুক্তি কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচে চালু করতে চলেছে। যা দেশীয় ফুটবলে যুগান্তকারী।
advertisement
আইএফএ সচিব অনির্বান দত্ত বলেছেন, ইতিমধ্যে দুই থেকে আড়াই হাজার ম্যাচে এই প্রযুক্তি প্রয়োগ করে দেখেছেন গবেষকরা। এবার কলকাতা লিগে চূড়ান্ত পরীক্ষা। এবং তাতে সফলতা আসবে বলেই আশাবাদী আইএফএ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2024 12:11 PM IST