‘ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে বিশ্বকাপ খেলতে চাই...কেন দেশের হয়ে খেলার সুযোগ পাব না !’: পোলার্ড

Last Updated:
#মুম্বই: ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড, অ্যান্দ্রে রাসেল, সুনীল নারিন... ক্যারিবিয়ান ক্রিকেটে তারকাদের কোনও অভাব নেই ৷ আইপিএল বা অন্যান্য দেশের টি টোয়েন্টি লিগ গুলিতে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাই বহু বছর ধরে রাজত্ব করছেন ৷ কিন্তু তা সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেটে অবস্থা শোচনীয় ওয়েস্ট ইন্ডিজের ৷
টেস্ট হোক বা ওয়ান ডে, র‍্যাঙ্ক তালিকায় নিচে নেমেই চলেছেন ক্যারিবিয়ানরা ৷ কিন্তু তাতেও যেন কোনও হেলদোল নেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ৷ দেশের তারকা ক্রিকেটারদের ‘কালো’ তালিকাভুক্ত করে, দেশের ক্রিকেটকে আরও অন্ধকারের দিকেই তাঁরা ঠেলে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ক্রিকেটমহলের ৷ কিয়েরন পোলার্ড ৷ মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম প্রধান ভরসা এবার শাপমুক্তির আশায় ৷ আসন্ন বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পাবেন, এমনটাই আশা পোলার্ডের ৷
advertisement
advertisement
পোলার্ডের মতে, ‘‘ আমি তো সেই কালো তালিকাভুক্ত ক্রিকেটারদের অন্যতম। তবে এখন ওয়েস্ট ইন্ডিজ বোর্ডে অনেক পরিবর্তন ঘটেছে। তাই আশা করা যায়, নির্বাচকরা আমাদের পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে বিচার করবেন ৷ ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে বিশ্বকাপ খেলতে চাই ৷ অনেক বার নিজেকেই নিজে প্রশ্ন করেছি ৷ কেন দেশের হয়ে খেলার সুযোগ পাব না ? এর জন্য সবসময়েই আরও বেশি পরিশ্রম করেছি ৷ নিজের সেরাটা সবসময় দিতে চাই ৷ বাকীটা নির্বাচকদের হাতে ৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে বিশ্বকাপ খেলতে চাই...কেন দেশের হয়ে খেলার সুযোগ পাব না !’: পোলার্ড
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement