India vs Pakistan first innings : শাহিনের ধাক্কা সামলে বিরাট ব্যাটে লড়াকু টোটাল ভারতের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup Pakistan managed to restrict India to a low score despite Virat half century।বিরাট অর্ধশতরান করলেন পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু ভারতের বিরুদ্ধে শাহিন আফ্রিদি, শাদাব খান দুরন্ত বল করলেন
ভারত - ১৫১/৭
#দুবাই: স্বপ্নের শুরু হবে প্রথম থেকেই বোধহয় আশা করেননি অতি বড় পাকিস্তান সমর্থক। কিন্তু রবিবার দুবাইয়ের স্টেডিয়ামে শাহিন আফ্রিদি ভারতের রক্তচাপ বাড়িয়ে দিলেন শুরু থেকেই। প্রথম ওভারের চতুর্থ বলে শাহিন আফ্রিদি এলবি করলেন রোহিত শর্মাকে। খাতা না খুলেই ফিরে গেলেন হিটম্যান। প্ল্যান মাফিক রোহিতকে প্রথম বলেই ইয়র্কার করার প্ল্যান সফল। দ্বিতীয় ওভারে বাহাতি স্পিনার ইমাদ ওয়াসিমকে আনল পাকিস্তান। পেস এবং স্পিনার জাঁতাকলে ভারতকে ফাঁসানোর প্ল্যান।
advertisement
তৃতীয় ওভারের প্রথম বলেই রাহুলের উইকেট নাড়িয়ে দিলেন সেই শাহিন আফ্রিদি। গতি এবং সুইং সামলাতে পারেননি রাহুল। বলটা গুড লেন্থ পড়ে ভেতরে ঢুকে এল। দুরন্ত ছন্দে থাকা রাহুল সম্পূর্ণ পরাজিত হলেন। ভারতের প্রথম বাউন্ডারি এল তৃতীয় ওভার এর শেষ বলে। আফ্রিদিকে মারলেন সূর্যকুমার। তবে ভারতের রাহুল এবং রোহিত দুজনে আফ্রিদির শিকার হলেন যেভাবে তার প্রশংসা করতেই হয় পাকিস্তানের তরুণ বাঁহাতি পেসারের। উচ্চতা কাজে লাগালেন বুদ্ধি করে।
advertisement
advertisement
সুনীল গাভাসকার পর্যন্ত বললেন ইনিংসের শুরুতে রোহিতের দুর্বলতা লক্ষ্য করেছিল পাকিস্তান। আর রাহুলের বলটা কিছু করার ছিল না। সূর্যকুমার একটি বাউন্ডারি মেরে শুরু করলেও ফিরে গেলেন ১১ করে। হাসান আলির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে মাত্র ৩৬ রান তুলল ভারত। কিন্তু এরপর শাহিন আফ্রিদিকে লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে ভারতের কিছুটা আত্মবিশ্বাস ফিরিয়ে আনলেন বিরাট কোহলি।
advertisement
অন্য দিক থেকে ভারত অধিনায়ককে ভরসা দেওয়ার কাজ করলেন ঋষভ পন্থ। হাসান আলিকে পরপর দুই বলে দুটো ওভার বাউন্ডারি মারলেন। অন্যদিকে বিরাট কোহলি চেষ্টা করলেন রান নিয়ে স্কোরবোর্ড চালু রাখতে। আজকের ম্যাচের পরিপ্রেক্ষিতে প্রয়োজন ছিল বিরাটের শেষ পর্যন্ত থাকা। পন্থ ভারতকে লড়াইয়ে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। ৩৮ রানের ইনিংসটা অক্সিজেন দিল ভারতকে। শাদাব খানের রং ওয়ান বুঝতে না পেরে মারতে গিয়ে ক্যাচ দিয়ে এলেন। ছয় নম্বরে এলেন রবীন্দ্র জাদেজা।
advertisement
ভারত ১০০ রানে পৌঁছলো ১৫ ওভারে। দেখার ছিল এই জায়গা থেকে শেষ পাঁচ ওভারে কতটা রান বাড়াতে পারে ভারত। হ্যারিস রউফ গতি দিয়ে বুদ্ধি করে বল করলেন। প্রায় ১৫০ কিলোমিটার বেগে বল করলেন রউফ। ১৭ নম্বর ওভারে মাত্র ৪ রান দিলেন তিনি।জাদেজা ফিরে গেলেন ১৩ রান করে।হার্দিক পান্ডিয়া যখন নামলেন তখন ঠিক দুই ওভার বাকি। শেষ পর্যন্ত সেই শাহিন আফ্রিদির বলেই ৫৭ করে আউট হলেন বিরাট।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2021 9:19 PM IST