Rohit and Rahul out : পাকিস্তানের বিরুদ্ধে ডাহা ব্যর্থ ভারতের দুই ওপেনার রোহিত এবং রাহুল

Last Updated:

ICC T20 World Cup Indian opener Rohit Sharma and KL Rahul flop show against Pakistan. রাহুল এবং রোহিত দুজনে আফ্রিদির শিকার হলেন যেভাবে তার প্রশংসা করতেই হয় পাকিস্তানের তরুণ বাঁহাতি পেসারের। উচ্চতা কাজে লাগালেন বুদ্ধি করে। সুনীল গাভাসকার পর্যন্ত বললেন ইনিংসের শুরুতে রোহিতের দুর্বলতা লক্ষ্য করেছিল পাকিস্তান। আর রাহুলের বলটা কিছু করার ছিল না।

পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ রাহুল এবং রোহিত
পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ রাহুল এবং রোহিত
#দুবাই: প্রথম ওভারের চতুর্থ বলে শাহিন আফ্রিদি এলবি করলেন রোহিত শর্মাকে। খাতা না খুলেই ফিরে গেলেন হিটম্যান। প্ল্যান মাফিক রোহিতকে প্রথম বলেই ইয়র্কার করার প্ল্যান সফল। দ্বিতীয় ওভারে বাহাতি স্পিনার ইমাদ ওয়াসিমকে আনল পাকিস্তান। পেস এবং স্পিনার জাঁতাকলে ভারতকে ফাঁসানোর প্ল্যান। তৃতীয় ওভারের প্রথম বলেই রাহুলের উইকেট নাড়িয়ে দিলেন সেই শাহিন আফ্রিদি। গতি এবং সুইং সামলাতে পারেননি রাহুল। বলটা গুড লেন্থ পড়ে ভেতরে ঢুকে এল।
দুরন্ত ছন্দে থাকা রাহুল সম্পূর্ণ পরাজিত হলেন। ভারতের প্রথম বাউন্ডারি এল তৃতীয় ওভার এর শেষ বলে। আফ্রিদিকে মারলেন সূর্যকুমার। তবে ভারতের রাহুল এবং রোহিত দুজনে আফ্রিদির শিকার হলেন যেভাবে তার প্রশংসা করতেই হয় পাকিস্তানের তরুণ বাঁহাতি পেসারের। উচ্চতা কাজে লাগালেন বুদ্ধি করে। সুনীল গাভাসকার পর্যন্ত বললেন ইনিংসের শুরুতে রোহিতের দুর্বলতা লক্ষ্য করেছিল পাকিস্তান। আর রাহুলের বলটা কিছু করার ছিল না।
advertisement
ক্রীড়াসূচি প্রকাশের পরেই শুরু হয়েছিল কাউন্টডাউন। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। আজ সন্ধ্যায় টি-২০ বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। বাইশ গজের এই লড়াইয়ের গুরুত্ব অপরিসীম। দুই দেশের সমর্থকদের চোখে ‘মহাযুদ্ধ’। পরতে পরতে লুকিয়ে বিভিন্ন সমীকরণ। মরুশহর দুবাই থেকে হাজার মাইল দূরে লাহোর কিংবা লখনউয়ে বসেও তারিয়ে তারিয়ে ম্যাচের রোমাঞ্চ উপভোগ করতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা।
advertisement
advertisement
পাক সমর্থকরা গলা ফাটাচ্ছেন বাবর আজমের হয়ে। আর বিরাট কোহলির হাতেই কাপ দেখছেন ভারতীয় সমর্থকরা। পিছিয়ে নেই দুই দেশের প্রাক্তন ক্রিকেটাররাও। টিভির শো’য়ে তাঁরাও জড়িয়ে পড়ছেন বাগযুদ্ধে। উত্তেজনার পারদ ছুঁয়েছে বুর্জ খলিফার শিখর। ম্যাচের ফল কী হবে, তা নিয়েও জল্পনা তুঙ্গে। তবে পরিসংখ্যানের দিকে চোখ বোলালে দেখা যাবে, সবদিক থেকেই এগিয়ে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের মঞ্চে ১২ বার মুখোমুখি হয়েছে দুই দল। প্রতিটি ম্যাচেই জিতেছে ভারত।
advertisement
হারের গ্লানি নিয়ে ড্রেসিং-রুম কিংবা ডাগ-আউটে ফিরতে হয়েছে পাকিস্তানকে। ১২-০, শুধু সংখ্যাতত্ত্বের নিরিখে বিচার করলে ভুল হবে। এটা যেন ভারতীয় ক্রিকেটের শৌর্যের প্রতীক, যা প্রতি মুহূর্তে গর্বিত করে আসমুদ্রহিমাচলকে। ২০০৭ সাল পাকিস্তানকে হারিয়েই প্রথমবার টি-২০ বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর কেটে গিয়েছে চৌদ্দটা বছর। ফের বিশ্বসেরা হওয়ার হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। অধিনায়ক হিসেবে ভারতকে বহু সাফল্য এনে দিয়েছেন বিরাট। তবে ঝুলিতে নেই আইসিসি’র কোনও ট্রফি
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit and Rahul out : পাকিস্তানের বিরুদ্ধে ডাহা ব্যর্থ ভারতের দুই ওপেনার রোহিত এবং রাহুল
Next Article
advertisement
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE
advertisement
advertisement