ICC T20 World Cup: Ind vs Pak: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে কি Hardik Pandya! সন্দেহ জারি, নজর কাড়ছেন MS Dhoni

Last Updated:

ICC T20 World Cup: Ind vs Pak: ঐচ্ছিক অনুশীলনে নেই পান্ডিয়া(Hardik Pandya), সন্দেহ জারি, নজর কাড়ছেন ধোনি(MS Dhoni)৷

Pandya skips optional training
Pandya skips optional training
#দুবাই: হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ভারতের অতিরিক্ত অনুশীলনে অংশ নিলেন না৷ পান্ডিয়ার ফিটনেস অনেকদিন ধরেই গুঞ্জন জারি৷ পাকিস্তানের বিরুদ্ধ টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup)  ভারতের (Ind vs Pak) ম্যাচ দিয়ে শুরুষ প্রথম ম্যাচে প্রথম একাদশে হার্দিক পান্ডিয়াকে নিয়ে জোর রহস্য জারি৷ টিটোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ওয়ার্ম আপ ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে খেলেছেন হার্দিক পান্ডিয়া৷ কিন্তু দুটি ম্যাচেই বোলিং করেননি তিনি৷
অতিরিক্ত অনুশীলনে নজর কাড়লেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ৷ এদিনের অনুশীলনে দীর্ঘক্ষণ কথা বলেন জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) সঙ্গে৷ টিম ইন্ডিয়া অধিনায়ক বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, সহ অধিনায়ক রোহিত শর্মা অতিরিক্ত অনুশীলনে গা ঘামান৷ রবীন্দ্র জাদেজার সঙ্গে নেটে অনুশীলন সেরে নেন ঋষভ পন্থ৷ রিজার্ভ প্লেয়ার শ্রেয়স আইয়ারকে নেটে ব্যাট করতে দেখা যায়৷ তবে নেটে ছিলেন না ইশান কিষাণ৷
advertisement
বোলাররা সকলেই ক্ষুদ্র ক্ষুদ্র স্পেলে গা ঘামান৷ রবিবারের টি টোয়েন্টি বিশ্বকাপে মেগা ওপেনার৷ ভারত বনাম পাকিস্তান  (Ind vs Pak) ম্যাচকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ, কিন্তু সঠিক গুরুত্ব দিয়ে সকলেই অতিরিক্ত অনুশীলনে গা ঘামান৷ বুমরাহের মতো তারকা বোলার ধোনির (MS Dhoni) সঙ্গে নেটে আলাদা সময় কাটান৷
advertisement
advertisement
বিরাট কোহলি জানিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দু ওভার বল করতে পারবেন কিছুদিন বাদ থেকেই৷ তবে তিনি জানিয়েছেন ব্যাট হাতে হার্দিক পান্ডিয়ার কোনও বিকল্প নেই৷
advertisement
বিরাট কোহলি জানিয়েছেন, ‘‘আসলে ধীরে ধীরে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) শারীরিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে. দু ওভার বল করার জন্য ও আস্তে আস্তে ফর্মে আসছে৷ টুর্নামেন্টের কোনও এক পর্ব থেকে সেটা সম্ভব৷ আমি দারুণভাবে বিশ্বাস করি ও বল শুরু করার আগে আমাদের বাকি অপশনগুলি ব্যবহার করে দেখে নেওয়া উচিত৷ আমরা আরও কয়েকটা অপশন দেখছি তাই আমরা ওটা নিয়ে মোটেই ভাবছি না৷’’ ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এই কথা জানিয়েছেন বিরাট কোহলি৷
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup: Ind vs Pak: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে কি Hardik Pandya! সন্দেহ জারি, নজর কাড়ছেন MS Dhoni
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement