ICC Champions Trophy 2025: ভারতের কাছে ফের নতি স্বীকার পাকিস্তানের! চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় সিদ্ধান্ত আইসিসির

Last Updated:

ICC Champions Trophy 2025: নাছোড় মনোভাব, একগুয়েমি, বড় বড় আওয়াজ, শেষ পর্যন্ত ধোপে টিকল না কিছুই। ফের একবার ভারতের সামনে মাথা নোয়াতেই হল পাকিস্তানকে। আইসিসি মানল ভারতের দাবি।

News18
News18
নাছোড় মনোভাব, একগুয়েমি, বড় বড় আওয়াজ, শেষ পর্যন্ত ধোপে টিকল না কিছুই। ফের একবার ভারতের সামনে মাথা নোয়াতেই হল পাকিস্তানকে। বিগত কয়েক মাস ধরে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তার অবসান হল। চূড়ান্ত শিলমোহর পড়ে গেল মিনি বিশ্বকাপ হতে চলেছে হাইব্রিড মডেলেই। মান্যতা পেল ভারতের দাবি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান ঘোষণার পর থেকেই ভারত সাফ জানিয়ে দিয়েছিল তারা যাবে না। যা নিয়ে কম জল ঘোলা হয়নি। অবশেষে বৃহস্তিবার আইসিসির তরফ থেকে বৈঠক ডাকা হয়েছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে আয়োজক দেশ পাকিস্তান হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলি হবে নিউট্রাল ভেন্যুতে। সেক্ষেত্রে এগিয়ে ইউএই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
advertisement
তবে ভারতের শর্ত মানার পাশাপাশি পাকিস্তানের দাবিও কিছুটা মান্যতা পেয়েছে। ভারতের না যাওয়ার সিদ্ধান্তের পর পিসিবি জানিয়েছিল তারাও ২০৩১ পর্যন্ত ভারতের মাটিতে কোনও আইসিসি ইভেন্টে খেলতে আসবে না। সেই দাবি ২০২৭ পর্যন্ত মানা হয়েছে। ২০২৫ সালে মহিলাদের বিশ্বকাপ এবং ২০২৬ সালে পুরুষদের টি-২০ বিশ্বকাপ যথাক্রমে একক এবং যৌথভাবে আয়োজন করবে ভারত। কিন্তু পাকিস্তানের ম্যাচগুলি রাখতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। ২০২৮ সালে পাকিস্তানে আয়োজিত মহিলাদের টি-২০ বিশ্বকাপও হবে হাইব্রিড মডেলে। তবে ভারতের পাকিস্তানে না যাওয়া আর পাকিস্তানের ভারতে না আসার অভিঘাত সম্পূর্ণ আলাদা। ফলে এই যুদ্ধেও ভারতের কাছে পাকিস্তা হারল তা বলাই যায়।
advertisement
advertisement
প্রসঙ্গত, আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চে হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সাধারণত কোনও আইসিসি প্রতিযোগিতার ৩ মাস আগে সূচি ঘোষণা হয়ে যায়। কিন্তু এবার ভারত-পাক জটিলতার কারণে তা এখনও ঘোষণা হয়নি। তবে এবার ভেন্যু নিয়ে সমস্যা মিটে যাওয়ার পর খুব শীঘ্রই সূচি ঘোষণা করা হবে বলে খবর আইসিসি সূত্রে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC Champions Trophy 2025: ভারতের কাছে ফের নতি স্বীকার পাকিস্তানের! চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় সিদ্ধান্ত আইসিসির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement