T20 World Cup 2024: এটাই টি-২০ বিশ্বকাপে ভারতের সেরা একাদশ! বেছে দিলেন প্রাক্তন ভারতীয় তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2024 Team India Best 11: আইপিএলের মাঝেই ভারতীয় টি-২০ বিশ্বকাপের দল কেমন হবে তা নিয়ে চলছে চর্চা। কোন কোন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার বিমানে ওঠার সুযোগ পাবেন তা নিয়ে নানা মুনির নানা মত।
কলকাতা: আইপিএলের মাঝেই ভারতীয় টি-২০ বিশ্বকাপের দল কেমন হবে তা নিয়ে চলছে চর্চা। কোন কোন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার বিমানে ওঠার সুযোগ পাবেন তা নিয়ে নানা মুনির নানা মত। এরই মধ্যে একপ্রকার বোমা ফাটালেন ভারতের প্রাক্তন তারকা ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। নিজের পছন্দের তৈরি ভারতের টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ থেকে বাদ দিয়েছেন দুই মহাতারকাকে।
ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে কথা বলার সময় বীরেন্দ্র সেওয়াগ আসন্ন টি-২০ বিশ্বকাপের ভারতের সম্ভাব্য দল বাছেন। যেখানে তারকা অলরাউন্ডার তথা মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে প্রথম একাদশে রাখেননি সেওয়াগ। এবার আইপিএলে সেরা ফর্মে নেই হার্দিক পান্ডিয়া। ব্যাট-বলে হাতে যেমন কামাল দেখাতে পারছেন না, ঠিক তেমনই অধিনায়ক হিসেবেও সফল নন তিনি। সম্ভাব্য একাদশে না রাখলেও হার্দিককে ১৫ জনের দলে রেখেছেন সেওয়াগ।
advertisement
বীরেন্দ্র সেওয়াগ টি-২০ বিশ্বকাপের ভারতের সম্ভাব্য একাদশ থেকে যে শুধু হার্দিক পান্ডিয়াকে বাইরে রেখেছেন তা নয়, দলে জায়গা হয়নি কেএল রাহুল, অর্শদীপ সিংয়ের। ওপেনিংয়ে রোহিতের সঙ্গে কোহলিকে পছন্দ সেওয়াগের। মিডল অর্ডারে , বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত। লোয়ার মিডল অর্ডারে শিবম দুবে অথবা রিঙ্কু সিংকে পছন্দ সেওয়াগের। এছাড়া সেওয়াগের দলে রয়েছে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং সন্দীপ শর্মা। পেস বোলিং অ্যাটাকে সন্দীপ শর্মাকে রেখেও চমক দিয়েছেন বীরু।
advertisement
advertisement
এক ঝলকে দেখে নিন টি-২০ বিশ্বকাপে সেওয়াগের বাছাই করা ভারতের সম্ভাব্য সেরা একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), শিবম দুবে/রিঙ্কু সিং, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং সন্দীপ শর্মা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2024 5:05 PM IST